বাংলা নিউজ > বায়োস্কোপ > Farhan Akhtar: দুই মেয়েরই সঙ্গীত চর্চায় ঝোঁক, তাঁদের ভবিষ্যত প্ল্যান কী, মুখ খুললেন ফারহান

Farhan Akhtar: দুই মেয়েরই সঙ্গীত চর্চায় ঝোঁক, তাঁদের ভবিষ্যত প্ল্যান কী, মুখ খুললেন ফারহান

দুই মেয়ে শাক্য-আকিরার সঙ্গে ফারহান আখতার

Farhan Akhtar: ফারহানের গোটা পরিবারই মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। গান-বাজনা নিয়ে প্রচণ্ড চর্চা রয়েছে পরিবারের। তাঁর দুই মেয়ের নাকি মিউজিকের প্রতি ঝোঁক রয়েছে। মিউজিক নিয়ে ভবিষ্যতে এগোতে চায় তাঁরা, এমনটাই জানিয়েছেন অভিনেতা-প্রযোজক।

অভিনেতা প্রযোজক ফারহান আখতারের দুই মেয়ে শাক্য এবং আকিরা। তাঁর দুই মেয়েই এখনও পড়াশোনা করছে। দু'জনের ভবিষ্যতের পরিকল্পনা কী? এ বিষয় সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতা। 

ফারহানের গোটা পরিবারই মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। গান-বাজনা নিয়ে প্রচণ্ড চর্চা রয়েছে পরিবারের। তাঁর দুই মেয়ের নাকি মিউজিকের প্রতি ঝোঁক রয়েছে। মিউজিক নিয়ে ভবিষ্যতে এগোতে চায় তাঁরা। 

সঙ্গীত নিয়ে কতটা চর্চা করেন শাক্য এবং আকিরা, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান জানিয়েছেন, ‘বড় মেয়ের কোনও ভিডিয়ো এই মুহূর্তে আমার কাছে নেই। কিন্তু ওদের দুজনেরই সঙ্গীতের প্রতি ঝোঁক রয়েছে। বড় মেয়ে তো নিজে নিজেই গিটার বাজানো শিখেছে। মার্কিন যুক্তরাজ্যে ও যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেখানের মিউজিক টিমের সঙ্গে যুক্ত শাক্য।’

ছোট মেয়ে আকিরার সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, ‘ছোট মেয়ে তো সঙ্গীত নিয়েই সারাদিন বিভোর। আমার দেখে যা মনে হচ্ছে, ভবিষ্যতেও সঙ্গীত পরিবেশনের দিকে ওরা এগোতে পারে। এ বিষয় কিন্তু আমি খুব খুশি ওদের নিয়ে, কারণ এগুলি নিয়ে যদি ওরা আনন্দ পায়, তাই সই।' 

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে মেয়ে আকিরার একটি গান গাওয়ার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ফারহান। নেটিজেনের কাছে খুব প্রশংসিত হয়েছিল সেই ভিডিয়ো।

প্রথম স্ত্রী অধুনা ভাবনানির সঙ্গে বিয়ের পর দম্পতির দুই মেয়ে হয় শাক্য এবং আকিরা। বিয়ের ১৬ বছর পর ২০১৬ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। ২০১৭ সালে সই-সাবুদ করে পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তবে দুই মেয়ে দায়িত্ব বাবা-মা হিসেবে দুজনেই পালন করছেন।

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি গায়িকা শিবানী দান্ডেকরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান। বিয়ের আগে কয়েক বছর একে অপরকে ডেট করেছেন তাঁরা। অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠানে ফারহানের মেয়েরাও উপস্থিত ছিলেন। সৎ মা শিবানীর সঙ্গে শাক্য এবং আকিরার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

 

বন্ধ করুন