বাংলা নিউজ > বায়োস্কোপ > Don 3: ‘ডন কো পকড়না’র ঝুঁকি আবার নিচ্ছেন ফারহান, আসছে শাহরুখ অভিনীত সিরিজের তৃতীয় ছবি

Don 3: ‘ডন কো পকড়না’র ঝুঁকি আবার নিচ্ছেন ফারহান, আসছে শাহরুখ অভিনীত সিরিজের তৃতীয় ছবি

ফিরছে ডন

Don 3: শাহরুখ খান অভিনীত ডন সিরিজের পরের ছবির কাজ নাকি শুরু হয়ে গিয়েছে। জানালেন রীতেশ সিধওয়ানি।

‘ডন কো পকড়না’ যে কত কঠিন কাজ তা এত দিনে হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। ইচ্ছা থাকা সত্ত্বেও এই সিরিজের তৃতীয় ছবির কাজ এতি দিন শুরু করতে পারেননি ফারহান আখতার। কিন্তু অবশেষে এই কাজ এগোচ্ছে। জানালেন খোদ ছবির প্রযোজকই। রীতেশ সিধওয়ানি বললেন ফারহান ছবির চিত্রনাট্যের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথম বার ‘ডন’ ছবিটি বানান ফারহান আখতার। অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’-এর কাহিনির আদলে তৈরি হলেও এই ছবিটি তার নিজস্ব অস্তিত্ব তৈরি করে নিয়েছিল। এতটাই জনপ্রিয় হয় ফারহানের সেই ছবি যে ২০১১ সালে সেই ছবির দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি। ৫ বছরের মধ্যেই দ্বিতীয় পর্ব তৈরি করে ফেললেও তার পরে ১২ বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই ছবির তৃতীয় পর্ব আর বানাতে পারেননি তিনি। বার বার এই প্রশ্নের মুখেও পড়েছেন ফারহান। কবে আসবে ‘ডন ৩’? তিনি জানিয়েছিলেন, দ্রুত। কিন্তু সেই স্বপ্ন সত্যি হয়নি। তবে আপাতত সেদিকেই তিনি এগোচ্ছেন, সে কথা জানিয়ে দিলেন ছবির অন্যতম প্রযোজক।

(আরও পড়ুন: নিজের আঁকা ছবি উপহার, সলমন খানকে আপ্যায়ন করে কী কী খাওয়ালেন মমতা?)

ফারহান এবং রীতেশ মিলে একটি প্রযোজনা সংস্থা চালান। আর সেখান থেকেই তৈরি হচ্ছে ‘ডন’ সিরিজের পরের পর্ব। রীতেশের কথায়, ‘আবার পার্টনার এখন ডনের পরের পর্বের চিত্রনাট্য নিয়ে কাজ করছে। সেই কাজ শেষ হওয়ার আগে কোনও কথা নয়। সেই লেখা শেষ হলে আমরা ডনের পরের পর্ব নিয়ে আলোচনায় বসব। শুধু দর্শকরা নন, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি ডনকে আবার দেখার জন্য।’ 

(আরও পড়ুন: ‘রাজনীতি আর পরিণীতি দুটোই…!’ হবু বউকে নিয়ে ‘জিজাজি’ রাঘব বাইরে আসতেই মস্করা পাপারাৎজির)

রীতেশ এর আগেও ফারহানের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। তিনি ‘দিল চাহতা হ্যায়’, ‘রক অন’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো ছবির প্রযোজকও। বর্তমানে তিনি সোনাক্ষী সিনহা অভিনীত একটি সিরিজের প্রযোজনা করেছেন। ‘দাহাড়’ নামের সেই সিরিজের প্রচার নিয়ে তিনি এখন রীতিমতো ব্যস্ত। তবে তার মধ্যেই তিনি অত্যন্ত উত্তেজিত ‘ডন’-এর বিষয়টি নিয়ে। সে কথাও জানিয়েছেন প্রযোজক। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup) 

 

বন্ধ করুন