কৃষক আন্দোলন নিয়ে উত্তাল গোটা দেশ। আন্তর্জাতিক স্তরে ভারতের কৃষক বিক্ষোভের খবর নিয়ে চলছে জোর সমালোচনা। এরই মধ্যে পপ-তারকা রিহানা এবং পরিবেশকর্মী গ্রেটা থানবার্গকে আক্রমণ শানালেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।
ফেসবুকে পোস্ট করে অর্পিতা লেখেন, 'ফেন্টি বিউটি প্রোডাক্টস বয়কটের সিদ্ধান্ত নিলাম। ভারতে কী চলছে, সে বিষয়ে কোনও ধারণা নেই রিহানা এবং গ্রেটা থানবার্গের। ভারতে যা হচ্ছে, তার পিছনে কী কারণ রয়েছে, সে বিষয়েও কিছু জানেন না তাঁরা। রিহানা, গ্রেটাদের নিজেদের দেশে কী চলছে, সে বিষয়েও কি কোনও ধারণা আছে তাঁদের?' প্রসঙ্গত ‘ফেন্টি বিউটি প্রোডাক্টস’ হল রিহানার ব্র্যান্ড।
এদিকে ফেসবুকে পোস্ট করে নেটিজেনের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। অর্পিতার পোস্টের পক্ষে এবং বিপক্ষে মন্তব্য করতে দেখা যায় নেটিজেনের একাংশকে। কৃষক আন্দোলনের বিরুদ্ধে সরব হওয়া আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সুর কেন চড়ালেন অর্পিতা? প্রশ্ন তোলেন একাংশ। যদিও অভিনেত্রীর সমর্থনে এগিয়ে আসেন তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, দিন কয়েক আগে মার্কিন পপ তারকা রিহানা কৃষক আন্দোলন নিয়ে সিএনএনের একটি প্রতিবেদন শেয়ার করে টুইটে লেখেন, ‘এই বিষয়টি নিয়ে কেন কেউ কথা বলছেন না?’ তারপর আন্তর্জাতিক মহলে কৃষক আন্দোলনের বিষয়টি ছড়িয়ে পড়ে। বিশ্বের মানুষ কৃষক আন্দোলন নিয়ে আলোচনা শুরু করেন। পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেন।
যদিও এ নিয়ে দ্বি-বিভক্ত বলিউড। কৃষক আন্দোলন নিয়ে রিহানার সমর্থনে টুইট করতে শুরু করেন দিলজিৎ দোসাঞ্জ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, শিবানী দান্ডেকররা-সহ অন্যান্যরা। এদিকে, বিদেশি তারকাদের মন্তব্যের বিরোধিতা করেছেন লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, করণ জোহররা। অন্যদিকে, রিহানাকে সমর্থনে পোস্ট করেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র।