বাংলা নিউজ > বায়োস্কোপ > Farzi: মির্জাপুরকে টেক্কা শাহিদের ফারজির, ৩৭ মিলিয়ন ভিউ নিয়ে মোস্ট ওয়াচডের খেতাব

Farzi: মির্জাপুরকে টেক্কা শাহিদের ফারজির, ৩৭ মিলিয়ন ভিউ নিয়ে মোস্ট ওয়াচডের খেতাব

ওয়েব মাধ্যমে পা রেখেই ছক্কা শাহিদের

Farzi: মির্জাপুরকে ছাপিয়ে গেল ফারজি। সব থেকে বেশিবার দেখা ভারতীয় সিরিজের রেকর্ড গড়ল এই সিরিজ। ভারতের ৩৭ মিলিয়ন লোক ইতিমধ্যেই এটি দেখে ফেলেছেন।

ডিজিটাল মাধ্যমে এসেই খেল দেখলেন শাহিদ। তাঁর প্রথম ওয়েব সিরিজ ফারজি মোস্ট ওয়াচড ভারতীয় সিরিজের খেতাব জিতল। শাহিদ কাপুর এবং বিজয় সেতুপতি অভিনীত এই সিরিজের ভিউ ইতিমধ্যে ৩৭ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই সিরিজ মুক্তি পেয়েছিল। রাজ এবং ডিকে এই সিরিজের পরিচালনা করেন।

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ফারজি। এখানে মুখ্য ভূমিকায় দেখা যায় শাহিদ কাপুরকে। তাঁকে এখানে স্ট্রিট স্মার্ট ক্রিমিনালের চরিত্রে দেখা গিয়েছে। তাঁকে এখানে এক শিল্পীর চরিত্রে দেখা গিয়েছে, যিনি সহজে অর্থ রোজগার করতে চান। সেই কারণে নিখুঁতভাবে টাকা বানান তিনি। অন্যদিকে বিজয় সেতুপতিকে এখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে ফারজি মির্জাপুরকে টপকে গিয়ে মোস্ট ওয়াচড ভারতীয় সিরিজের রেকর্ড গড়ল। মাত্র কমাসেই এই রেকর্ড গড়ল এই সিরিজ।

এই ওয়েব সিরিজটি অজয় দেবগনের রুদ্র, পঙ্কজ ত্রিপাঠীর মির্জাপুর, জিতেন্দ্র কুমারের পঞ্চায়েত, আদিত্য রয় কাপুরের দ্য নাইট ম্যানেজারকে ছাপিয়ে গেল ভিউজের নিরিখে। অজয়ের রুদ্র সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল, মির্জাপুর দেখা যায় নেটফ্লিক্সে, দ্য নাইট ম্যানেজার মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে।

শাহিদ কাপুর তাঁর ইনস্টাগ্রামে এই খবর পোস্ট করে লেখেন, 'ফারজি ফিভার, সবাইকে অসংখ্য ধন্যবাদ।' সেই পোস্টে তিনি ফারজির ডেটা পোস্ট করেন।

এই সিরিজে রাশি খান্না, কে কে মেনন, অমল পালেকর, ভুবন আরোরা, জাকির হোসেন, প্রমুখকে দেখা গিয়েছে। সমালোচক এবং দর্শকদের থেকে এই সিরিজটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

বন্ধ করুন