বাংলা নিউজ > বায়োস্কোপ > ছবিতে বাবার কাঁধে চড়ে বসে থাকা এই খুদে টলিউডের প্রথম সারির নায়িকা, চিনতে পারছেন?

ছবিতে বাবার কাঁধে চড়ে বসে থাকা এই খুদে টলিউডের প্রথম সারির নায়িকা, চিনতে পারছেন?

দেখুন তো চিনতে পারেন কি না।

ইনস্টাগ্রামে আগাগোড়াই সক্রিয় অভিনেত্রী। তাঁর অনুগামী সংখ্যাও চোখে পড়ার মতো। কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

ছবিতে বাবার কাঁধে চড়ে বসে থাকা ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? টেলিভিশন হোক বা নেটমাধ্যম, সব ক্ষেত্রেই এখন তাঁর অবাধ বিচরণ।

এখনও চিনতে পারছেন না? বিষয়টা কিছুটা সহজ করে দেওয়া যাক। কয়েকটি সূত্র দেওয়া থাকল আপনার জন্য।

১। ছবির এই খুদে এখন টলিউডের প্রথম সারির নায়িকা।

২। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দায়িত্বও সামলাচ্ছেন তিনি।

৩। গত আগস্ট মাসে এক ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি।

৪। ২০১১ জিতের বিপরীতে একটি ছবির মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ তাঁর।

৫। এই প্রেম-বিবাহ-মাতৃত্ব নিয়েও কম চর্চা হয়নি।

৬। টলিউডেরই এক অভিনেতার সঙ্গে সুখে সংসার করছেন তিনি।

ঠিকই ধরেছেন। ছবির এই খুদে অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। বাবাকে পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন শৈশবের এই লেন্সবন্দি মুহূর্ত। লিখেছেন, 'আমার প্রথম নায়ক। আমার বাবা।'

খুদে নুসরতকে দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। অভিনেত্রীকে ভালোবাসা জানিয়েছেন তাঁরা।

ইনস্টাগ্রামে আগাগোড়াই সক্রিয় অভিনেত্রী। তাঁর অনুগামী সংখ্যাও চোখে পড়ার মতো। কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এ বারও অন্যথা হল না।

বন্ধ করুন