চলতি মাসের শুরুতেই বাবা হয়েছেন বরুণ ধাওয়ান। দিনটা ছিল ৩ জুন। এরপর ৭ জুন, স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন বরুণ। এই মুহূর্তে সদ্যোজাত শিশুকন্যাকে নিয়েই দিন কাটছে নতুন বাবা-মা আর ধাওয়ান ও দালাল পরিবারের সদস্যদের। এরপর ১৬ জুন, ফাদার্স ডে (পিতৃ দিবস) উপলক্ষ্যে প্রথমবার মেয়ের সঙ্গে সকলের আলাপ করালেন বরুণ।
পিতৃদিবসে বাবা বরুণ মেয়ের প্রথম ঝলক শেয়ার করেছেন। যেখানে সদ্যোজাত শিশুটিকে বাবার আঙুল ধরে থাকতে দেখা গিয়েছে। ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, ‘বাবা-ই আমায় শিখিয়েছেন, এই দিনটি সেলিব্রেট করার সেরা উপায় হল পরিবারের সঙ্গে কাটানো। তাই আমি সেটাই করব। আর মেয়ের বাবা হওয়ার মতো সুখ আর কীই বা হতে পারে!’
বরুণের পোস্টে তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পরিণীতি চোপড়া লিখেছেন, ‘মেয়ের বাবা! ভিডি বড় হয়ে গেলি রে তুই।’ ছবিতে জাহ্নবী কাপুর লাল হার্ট ইমোজি দিয়েছেন।
গত ৩ জুন বরুণ নিজেই সকলকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছিলেন। বলেছিলেন, 'আমাদের একটা ছোট্ট মেয়ে এসেছে। মা ও শিশুর জন্য শুভ কামনা যাঁরা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।' সেদিন বরুণ ও নাতাশাকে শ্রদ্ধা কাপুর, কারিনা কাপুর, মৌনি রায়, রাকুল প্রীত সিং, অদিতি রাও হায়দারি, রোহিত সরফ, মালাইকা অরোরা, পূজা হেগড়ে, বাণী কাপুর, জাহ্নবী কাপুর, আয়ুষ্মান খুরানা, কিয়ারা আডবানি সহ আরও অনেকেই অভিনন্দন জানিয়েছিলেন।
এদিকে জানা যাচ্ছে, সন্তান জন্মের আগে বরুণ-নাতাশা একটা বড় বাড়িতে শিফট করবেন। জানা যাচ্ছে, জুহুর সেই সমুদ্রমুখী বাড়িতে হৃত্বিক রোশন ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হৃত্বিক আবার জুহুরই অন্য একটি অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যাচ্ছেন। এখন বরুণ-নাতাশা জুহুর একটা অ্যাপার্টেমেন্টে বসবাস করছেন, যেটা বরুণ ২০১৭ সালে কিনেছিলেন।
এদিকে কর্মজগতেও বরুণ ধাওয়ান এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। শীঘ্রই সিটাডেল ইন্ডিয়ার সঙ্গে OTT -দুনিয়ায় পা রাখতে চলেছেন বরুণ। যে সিরিজের নাম সিটাডেন: হানি বানি। এই সিরিজে বরুণ ছাড়াও অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু, সিকন্দর খের। এদিকে আবার বরুণ ধাওয়ানকে খুব শীঘ্রই বলিউডের ‘বেবি জন’ ছবিতে দেখা যাবে।