করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে ভারতে। করোনা আক্রান্ত ‘দঙ্গল’ গার্ল ফতিমা সানা শেখ। সামাজিক মাধ্যমে এই খবর নিজেই জানিয়েছেন তিনি। আপাতত বাড়িতে নিভৃতবাসে রয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টেররিতে ফতিমা লিখেছেন, ‘আমার কোভিড ১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে সব নিয়ম মেনে চলছি। নিজেকে সম্পূর্ণ নিভৃতবাসে রেখেছি। আপনাদের সকলের প্রার্থনা, ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। দয়া করে সুস্থ থাকুন।’
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ছবি দিয়ে বলিউডে প্রচুর সুখ্যাতি কুড়িয়েছেন ফতিমা। ‘থাগস অব হিন্দুস্তান’, ‘লুডো’ এবং ‘সূরজ পে মঙ্গল ভারী’র মতো ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। অভিনেত্রী সুস্থতা কামনা করে পোস্ট করেছেন বলিউডে বহু তারকা এবং তাঁর অনুরাগীরা।
এর আগে অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন থেকে অর্জুন-মালাইকা, বরুণ ধাওয়ান, রণবীর কাপুররা করোনার কবলে পড়ছেন। চলতি মাসেই বলিউডে একের পর এক করোনার থাবা। আমির খান, মনোজ বাজপেয়ী, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, বিক্রান্ত মেসির মতো তারকারা করোনায় আক্রান্ত হয়েছেন।