কাজ দেওয়ার নামে অশালীন প্রস্তাব বা কাস্টিং কাউচের অভিযোগে বরাবর বিদ্ধ হয়েছে বলিউড। তবে কেবল বি-টাউনে এই ধরণের ঘটনা ঘটে তা নয়। আজকাল কাস্টিং কাউচ, যৌন হেনস্থার মতো ঘটনা উঠে আসছে একাধিক আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও। বাদ নেই টলিপাড়াও।
সম্প্রতি কাস্টিং কাউচের অভিজ্ঞতা সম্পর্কে মুখ খুলেছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বলিউড বাবলের সঙ্গে অকপট কথোপকথনে তিনি তাঁর কেরিয়ারের শুরুর দিকে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন তা বর্ণনা করেছিলেন।
কাস্টিং কাউচের মুখোমুখি ফাতিমা
বলিউডে দর্শক তাঁকে চিনেছে আমির খানের অনস্ক্রিন কন্যে হিসাবেই। তবে দক্ষিণ ভারতীয় একটি ছবিতে কাস্টিং এজেন্টের সাথে অস্বস্তিকর মুহূর্তের শিকার হন ফাতিমা। সেই দুর্বিসহ অভিজ্ঞতা শেয়ার করে নায়িকা বলেন 'তিনি আমাকে বলেছিলেন, ‘তুমি সবকিছু করতে প্রস্তুত থাকবে, তাই না? আমি তাকে বলেছিলাম যে আমি কঠোর পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা করা দরকার তা করব, আমি বোকা সাজার ভান করেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তিনি কতটা নীচে নামতে পারেন।’
হায়দরাবাদের আরেকটি ঘটনার কথা স্মরণ করে ফাতিমা বলেন, তাঁর ধারণা ছিল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ বলিউডে সুযোগ পাওয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করবে। তিনি বলেন, 'প্রযোজকরা এটি সম্পর্কে (কাস্টিং কাউচ) খুব খোলামেলা কথা বলতেন, 'আপনি জানেন, এখানে আপনাকে মানুষের সাথে দেখা করতে হবে'। তারা সরাসরি কিছু বলত না তবে অদ্ভুত উপায়ে আপনাকে বোঝাত। অবশ্য তারা পরোক্ষভাবে বললেও নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করে দেবে। তারা বলত, 'আপনাকে মানুষের সাথে দেখা করতে হবে', বা ‘আপনাকে এটা করতে হবে’।
এসব প্রতিকূলতা সত্ত্বেও ইন্ডাস্ট্রির সবাই যে এমন আচরণ করে তা স্বীকার করেন না ফাতিমা। তবে অনেককেই কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয় বলে মেনে নেন ফাতিমা।
ফতিমা সানা শেখের আসন্ন প্রজেক্ট
ফাতিমা সানা শেখকে আগামীতে অনুরাগ বসুর রোমান্টিক ড্রামা মেট্রো... ইন দিনো ছবিতে দেখা যাবে। যেখানে আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা এবং আলি ফজলের মতো মাল্টিস্টারকাস্ট চোখে পড়বে। লাইফ ইন আ ... মেট্রো (২০০৭)-র সিকুয়েল এই ছবি।
এছাড়া মণীশ মালহোত্রা পরিচালিত 'উল জালুল ইশক' ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। যে ছবিতে থাকছে বিজয় ভার্মা, নাসিরুদ্দিন শাহ এবং শারিব হাশমি, যদিও এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।