জটিল রোগে আক্রান্ত বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ। ‘এপিলেপ্সি’-তে আক্রান্ত তিনি। খাস বাংলায় একে ‘মৃগী’ বলে। অনেকদিন ধরেই এই অসুখের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। রোগের চিকিৎসাও করাচ্ছেন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনে যোগ দিয়েছিলেন ফতিমা। সেখানেই অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অভিনেত্রী তাঁর এই রোগ নিয়ে কথা বলেন। সেখানেই ফতিমা জানান, তিনি এপিলেপ্সি (Epilepsy) বা মৃগী রোগে আক্রান্ত। সঠিক চিকিৎসা এবং ওষুধের সাহায্যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
এক্ষেত্রে কী শারীরিক সমস্যা হয়? এ বিষয় কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘এখন যা ইচ্ছে তাই করতে পারি। তবে, একটা সময় বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি। সেই সময়টা মনে হয়েছিল গতি হারাচ্ছি। তবে, একটা বিষয়ে আমি ভাগ্যবান, যাঁদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, তাঁদের সঙ্গে কাজ করে ফেলেছি। তাই কখনওই আমার কেরিয়ারে এই রোগ বাধা হয়ে দাঁড়ায়নি। এই কঠিন পরিস্থিতিগুলিই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।'
আরও পড়ুন: শ্যুটিংয়ে থাইল্যান্ড পাড়ি অনির্বাণ, রুদ্রনীল, সৌরভের, আসছে 'আবার বিবাহ অভিযান'
অনেকেরই ধারণা মৃগী রোগীকে জুতোর গন্ধ শোঁকালে জ্ঞান ফেরে। যদিও নেটিজেনের প্রশ্নে জবাবে, অভিনেত্রী এই ধারণাকে একেবারেই ভুয়ো বলেছেন। অনুরাগীর এই প্রশ্নে ফতিমা বলেন, ‘এটা একেবারেই মিথ। আমার উপর এক বার পরিবারের লোকেরা এই টোটকা প্রয়োগ করেছিলেন। দয়া করে করও সঙ্গে এমন কাজ করবেন না। আমার মধ্যে আতঙ্ক হয়ে গিয়েছে এই ধারণাকে কেন্দ্র করে।’
শাহরুখের ‘ওয়ান টু কা ফোর’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন ফতিমা সানা শেখ। ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘ঠাগস অফ হিন্দোস্তান’ ছবিতেও আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে। একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন।