আরও একবার টেলিভিশনের পর্দায় ফিরছে 'ফৌজি'। তবে এটা কিং খান শাহরুখের সেই ফৌজি নয়, এবার আসছে ‘ফৌজি-২’। ২ নভেম্বর, শনিবার কিং খান শাহরুখের ৫৯ বছরের জন্মদিনে এই টেলিভিশন সিরিজের ট্রেলার প্রকাশ্যে আনলেন প্রযোজক সন্দীপ সিং। ২ মিনিটের এই ভিডিয়োতে দেখা মিলল নতুন প্রজন্মের ফৌজিদের। ১৯৮৯ সালের শাহরুখের সেই আইকনিক সিরিজের স্মৃতি ফিরল বিকাশ জৈন ও গওহর খানদের হাত ধরে।
নতুন এই সিরিজে কে হচ্ছেন লেফটেন্যান্ট অভিমন্যু রাই?
ফৌজি-২তে শাহরুখের সেই আইকনিক চরিত্র লেফটেন্যান্ট অভিমন্যু রাই-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা সুবংশ ধরকে। ১৯৮৯ সালে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। আর এই সিরিজের হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন তিনি।
ফৌজি-২ ট্রেলার
শুরুতেই দেখা মেলে গওহর খানের (লেফটেন্যান্ট কর্নেল সিমরজিৎ কৌর), তিনি সাইকেল চালাচ্ছিলেন। পরবর্তীতে পরিচয় করানো হয় সেই অভিনেতাদের সঙ্গে যাঁরা এই সিরিজে ফৌজিদের চরিত্রে অভিনয় করছেন। ট্রেলারে আশিস ভরদ্বাজ (দক্ষিণ দেশাই), উৎকর্ষ কোহলি (রংরেজ ফোগাট), উদিত কাপুর (অর্জুন নেগি) এবং রুদ্র সোনিকে (হারুন মালিক)এর চরিত্রে দেখা যায়। ট্রেলারে দেখা যায় কর্নেল সঞ্জয় সিং-এর যে চরিত্রে অভিনয় করবেন বিকাশ জৈন। এছাড়াও অভিনয় করেছেন রুদ্র সোনি (হারুন মালিক), মানসী (কাব্য রাজাধ্যক্ষ) এবং সুস্মিতা ভাণ্ডারী (কিঞ্জল জোশী)।
ট্রেলারে দেখা মেলে প্রিয়াংশু রাজগুরু (সুব্বু বালাকৃষ্ণন), আয়ান মনচন্দা (আকাশ ছেত্রী), আমন সিং দীপ (বিক্রম সিং বাগ্গা), নীল সাতপুড়া (বিজয় সাচান)দেরও। ফৌজি-২এর ট্রেলারে ফৌজির চরিত্রগুলিকে কখনও ওয়ার্কআউট করতে, কখনও নাচ করতে কিংবা ফুটবল খেলতে, সাঁতার কাটতে, রান্না করতে এবং গিটার বাজাতে দেখা যায়। চরিত্রগুলি কখনও কাঁদে-হাসে , পুরোটাই যেন একটা আবেগের একটি রোলার কোস্টার বলেই মনে হয়। ট্রেলারের শেষ।ষে গওহরের চরিত্রটিকে সৈন্যদের অভিবাদন জানাতে দেখা যায়।
কবে, কখন, কোথায় দেখা যাবে ফৌজি-২? ট্রেলার শেয়ার করে প্রযোজন সন্দীপ সিং লিখেছেন, 'আপনারe ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। ফৌজিদের পরবর্তী প্রজন্মের জন্য নিজেদের প্রস্তুত করুন! সাহস ও আত্মত্যাগের এক নতুন যুগ শুরু হচ্ছে। ১৮ নভেম্বর সোম থেকে বৃহস্পতি রাত ৯টায় ডিডি ন্যাশনালে (দূরদর্শনে) দেখা যাবে।
সন্দীপ সিং প্রযোজিত, ভিকি জৈন এবং জাফর মেহেদীর সহ-প্রযোজনায় ফৌজি ২র গল্প লিখেছেন অমরনাথ ঝা, বিশাল চতুর্বেদী, অনিল চৌধুরী এবং চৈতন্য তুলসিয়ান। এই সিরিজটি পরিচালনা করছেন অভিনব পারেক। এটাই পরিচালক হিসাবে তাঁর প্রথম কাজ। ফৌজি ২ হিন্দি, ছাড়াও তামিল, তেলুগু, গুজরাটি, পাঞ্জাবি এবং বাংলা ভাষায় সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত ১৯৮৯ সালে শাহরুখ খানের ‘ফৌজি’ও ডিডি ন্যাশনালেই সম্প্রচারিত হত। যেটির পরিচালনা করেছিলেন রাজ কুমার কাপুর।