বলিউডে শীঘ্রই কামব্যাক করতে চলেছেন কাপুর অ্যান্ড সন্স ছবি খ্যাত ফাওয়াদ খান। তার আগেই বিপদে পড়লেন তিনি। তাঁর এবং সনম সৈয়দ অভিনীত ভৌতিক শো বরজাখ পাকিস্তানের ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হল। কেন? কারণ এই শোতে অদ্ভুত এক প্রেম কাহিনি দেখানো হয়েছে। সেই দেশে এই ছবিটি বিস্তর কটাক্ষের মুখে পড়েছিল। গত মাসেই মুক্তি পেয়েছে এই সিরিজটি। কিন্তু সমালোচনার শিকার হতেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় এই শোটি।
কী ঘটেছে?
জি ফাইভ এবং জিন্দেগির ইউটিউব চ্যানেলে গত ১৯ জুলাই মুক্তি পেয়েছে এই শোটি। কিন্তু নির্মাতাদের তরফে এই শোটি বর্তমানে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে তাঁরা এই ৬ পর্বের শোটি সরিয়ে নিচ্ছেন যদিও বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে তাঁরা প্রবল সাড়া পেয়েছেন।
আরও পড়ুন: 'রামের থেকে রাবণ ভালো'! বিতর্ক উসকে কেন এমন বললেন এসএস রাজামৌলি?
এই বিবৃতিতে জানানো হয়েছে, 'আমরা, জিন্দেগি এবং টিম বরজাখ গোটা বিশ্বের দর্শকদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বরজাখকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কিন্তু পাকিস্তানের পাবলিক সেন্টিমেন্টকে মাথায় রেখে আমরা স্বইচ্ছায় এই শোটি সরিয়ে নিচ্ছি পাকিস্তানের ইউটিউব থেকে। ৯ অগস্ট থেকে এই দেশে আর এই শো দেখা যাবে না। আমরা আশা করব আপনারা আমাদের বুঝবেন এবং পাশে থাকবেন।' ইনস্টাগ্রামে এই পোস্টটি করা হয়েছিল।
এই শোয়ের পরিচালক অসীম অব্বাসী এই পোস্টটি শেয়ার করেছেন। তিনি এটি এক্স অর্থাৎ আগে যা টুইটার নামে পরিচিত ছিল সেখানে পোস্ট করেছেন।
এই শোতে সমকামী যুগলের প্রেম দেখানো হয়েছে। আর যেহেতু পাকিস্তানে এটা আইন স্বীকৃত নয়। তাই বিস্তর সমালোচনার মুখে পড়েছে এই শো।