কানাঘুষোয় শোনা যাচ্ছে ফাওয়াদ খানকে আবারও বলিউডের ছবিতে দেখা যেতে চলেছে। বাণী কাপুরের সঙ্গে একটি ছবিতে আগামীতে তাঁকে দেখা যাবে বলেই জানা গিয়েছে। এখনও পর্যন্ত নাম ঠিক হয়নি এই ছবিটির। তবে এটি একটি আন্তর্জাতিক মানের প্রজেক্ট হতে চলেছে যার হাত ধরে বলিউডে কামব্যাক করবেন এই পাকিস্তানি অভিনেতা। একই সঙ্গে জানা গিয়েছে যে ইউকে নাকি পুরোপুরি ভাবে এই ছবির শ্যুটিং করা হবে। IANS সংবাদ মাধ্যমের তরফে এই খবর জানানো হয়েছে।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে বদলি নয়, কঙ্গনাকে চড় মারার অপরাধে এখনও সাসপেন্ড হয়ে আছেন CISF জওয়ান কুলবিন্দর!
বলিউডি ছবিতে আবারও ফাওয়াদ খান
আরতি বাগড়ি এই ছবিটির পরিচালনা করবেন। জানা গিয়েছে ফাওয়াদ এবং বাণী কাপুরকে আগামীতে যে ছবিতে দেখা যাবে সেটা একটি হিন্দি, রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি হবে। IANS এর তরফে তাঁদের রিপোর্টে জানানো হয়েছে দক্ষিণ এশিয়ায় ফাওয়াদ খানের জনপ্রিয়তা দারুণ। বহু ভক্ত রয়েছে তাঁর। এছাড়া তিনি ইতিমধ্যেই মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সে কাজ করে ফেলেছেন। তবে তাঁর এই আসন্ন হিন্দি ছবি নিয়ে আপাতত বেশ রাখঢাক গুড়গুড় চলছে। বিশেষ তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না এখনই এই ছবির প্রসঙ্গে।
আরও পড়ুন: কালো গায়ের রং আর দাঁতের জন্য হীনমন্যতায় ভুগতেন মিঠুন! শাবানা বললেন, 'মা ওকে জড়িয়ে ধরে বলতো...'
ফাওয়াদ খানকে এর আগে একাধিক বলিউড ছবিতে দেখা গিয়েছে। ২০১৪ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ছবিটি খুবসুরত। এরপর ২০১৬ সালে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাপুর অ্যান্ড সন্স ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সেটাই ছিল তাঁর শেষ বলিউড ছবি। এবার আবার এই আসন্ন ছবির হাত ধরে তিনি কামব্যাক করতে চলেছেন।
ফাওয়াদ খানের অন্যান্য প্রজেক্ট
এছাড়া আগামীতে ফাওয়াদ খানকে বারজাখ সিরিজেও দেখা যাবে। সেখানে তিনি জিন্দেগি গুলজার হ্যায় এর সহ অভিনেত্রী সনম সৈয়দের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন।