বিগত কিছুদিন ধরেই টলিউড উত্তাল হয়েছিল রাহুল মুখোপাধ্যায়ের উপর ফেডারেশন ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করায়। ২৫ জুলাই বৃহস্পতিবার এই বিষয় নিয়ে মিটিং হয়। আর তাতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ফেডারেশনের সিদ্ধান্ত বহাল থাকবে। আর কী জানানো হল এদিন মিটিংয়ের পর ডিরেক্টরস গিল্ডের তরফে?
কী জানানো হল ডিরেক্টরস গিল্ডের তরফে?
এদিন মিটিংয়ের পর একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় ফেডারেশন রাহুল মুখোপাধ্যায়ের উপর এই ব্যান তুলবে না। আবার রাহুল যদি SVF এর পুজো রিলিজ ছবির অন্য পদে যুক্ত থাকেন তাতেও আপত্তি নেই ফেডারেশনের। তবে তিনি পরিচালক হিসেবে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তের পর তাতে সমর্থন জানিয়েছে ডিরেক্টরস গিল্ড।
আরও পড়ুন: 'যেন ভয় পায়...' সলমনের বাড়ির সামনে গুলি চালানোর আগে শুটারদের কী নির্দেশ দিয়েছিল আনমোল বিষ্ণোই?
তাঁদের তরফে জানানো হয়েছে, 'ডিরেক্টরস গিল্ডের তরফে আমাদের বক্তব্য একটাই ছবি যেন বন্ধ না করা হয়। রাহুল পরিচালনা না করে অন্য কোনও পদে থাকলে আমাদের কোনও আপত্তি নেই। আমরা চাই ছবিটা সুষ্ঠু ভাবে সম্পন্ন হোক।'
কেন রাহুলের উপর নিষেধাজ্ঞা?
এদিন বিবৃতিতে জানানো হয়েছে রাহুল মুখোপাধ্যায়ের বাংলাদেশের OTT মাধ্যম চরকির জন্য লহু নামক সিরিজের পরিচালনা করার কথা ছিল। এই সিরিজের কাজ শুরু হয়েছে কলকাতায়, শেষ হয়েছে বাংলাদেশে। এখানকার অনেক টেকনিশিয়ানের টাকা বকেয়া আছেন রাহুল ওদেশে গিয়ে শ্যুটিং করলে তাঁর থেকে প্রথমে কারণ জানতে চাওয়া হলে তিনি জানান আলোচনা করতে গিয়েছেন। শ্যুটিং করতে হয়। পরে তিনি আরও একটি মিটিংয়ে স্বীকার করে নেন চাপের মুখে যে তিনি ওদেশে শ্যুটিং করতেই গিয়েছিলেন। তাই তাঁকে ৩ মাসের জন্য ব্যান করে দেওয়া হয়। মানে ২০ জুলাই থেকে এই ব্যান বহাল থাকবে ১৯ অক্টোবর পর্যন্ত।