বাংলা নিউজ > বায়োস্কোপ > Runway 34: 'গাঁজাখুরি গপ্পো'! অজয় দেবগণের ‘রানওয়ে ৩৪’ নিয়ে ক্ষুব্ধ ভারতের বিমানচালক সংগঠন

Runway 34: 'গাঁজাখুরি গপ্পো'! অজয় দেবগণের ‘রানওয়ে ৩৪’ নিয়ে ক্ষুব্ধ ভারতের বিমানচালক সংগঠন

রানওয়ে ৩৪ নিয়ে ক্ষুব্ধ পাইলটরা

অজয়-অমিতাভ জুটির ‘রানওয়ে ৩৪’-এর কাহিনি অবাস্তব, ছবিতে বিবৃত করা হয়েছে বিমানচালকদের পেশাকে। ক্ষোভে ফুঁসছেন পাইলটরা। 

গত শুক্রবার মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত ‘রানওয়ে ৩৪’, এবার বিতর্কে নাম জড়াল পরিচালক-অভিনেতা অজয়ের এই ছবির। মঙ্গলবার ভারতের বিমানচালক সংগঠনের তরফে এই ছবি নিয়ে আপত্তি জানানো হয়। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের (Federation of Indian Pilots) সচিব ক্যাপ্টেন সিএস রান্ধাওয়া একটি বিবৃতি জারি করে এই ছবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, ছবিতে বিমানচালকের চরিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে তা একেবারে অবাস্তব।

অজয় দেবগণ পরিচালিত এই ছবিতে খোদ অজয় ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিং-এর মতো তারকারা। এই ছবির প্রেক্ষাপটে রয়েছে দোহা থেকে কোচিগামী এক বিমান। প্রতিকূল আবহাওয়ার জন্য বিমানটি অবতরণের সময় ভেঙে পড়ে, এর জেরে বেশ কিছু যাত্রীর মৃত্যু হয়। ২০১৫ সালের অগস্ট মাসের ঘটনা হিসাবে ছবিতে সেটি তুলে ধরা হয়েছে।

ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস-এর সেক্রেটারি, ক্যাপ্টেন সিএস রানধাওয়া ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, ‘বিমানচালকদের পেশাকে অবাস্তবভাবে দেখানো হয়েছে এই সিনেমায়। যা কিনা যাত্রীদের মনে প্রভাব ফেলতে পারে। আমরা সকলেই এন্টারটেনমেন্ট উপভোগ করতে চাই এবং ছবি তৈরির ক্ষেত্রে শৈল্পিক ছাড়পত্র থাকে সেটাও মেনে নিচ্ছি। কিন্তু আমাদের মতো এমন অসাধারণ একটা পেশার উপর ভিত্তি করে সিনেমা তৈরি করে সেখানে মির্চ-মশালা লাগিয়ে সেটাকে ‘বাস্তব প্রেক্ষাপটে বানানো’ বলে দাবি করা কখনোই উচিত নয়। যাঁরা নিত্যদিন হাজার হাজার যাত্রীদের দায়িত্ব নিয়ে যথা গন্তব্যে সুরক্ষিতভাবে পৌঁছে দেন, এটা সেই সকল পাইলটদের অপমান করা'।

এই ছবি সত্যঘটনা অবলম্বনে তৈরি, নির্মাতাদের এমন দাবি উড়িয়ে দিয়েছে ফেডারেশন। ছবির চরিত্রটি পাইলটদের পেশাকে যথাযথভাবে উপস্থাপিত করতে পারেনি, ছবিতে বিমানচালকদের পেশাকে বিবৃতভাবে তুলে ধরা হয়েছে তা কখনই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তিনি। আমাদের দেশে প্রায় আট হাজারেরও বেশি পাইটল প্রতিদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সবরকম পেশাদারিত্ব বজায় রেখে নিজেদের কর্তব্যে অবিচল রয়েছেন।

বায়োস্কোপ খবর

Latest News

‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.