টানা আড়াই দিন উৎকণ্ঠা, ঝামেলা, অশান্তি, কাজ বন্ধ থাকার পর অবশেষে জুলাই মাসের একদম শেষ, ৩১ তারিখ থেকে বেশ পুরোনো চেনা ছন্দে ফিরেছে টলিউড। জটিলতা কাটিয়ে শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। কিন্তু এখনও অনিশ্চিত SVF এর পুজো রিলিজের ভবিষ্যৎ।
আরও পড়ুন: অগস্ট থেকেই শুরু ‘অমর সঙ্গী’র পথচলা! নীল - শ্যামৌপ্তির প্রেম কাহিনির জন্য বন্ধ হচ্ছে কোন মেগা?
কী জানা গিয়েছে এই ছবি নিয়ে?
আগেই জানা গিয়েছিল যে SVF এর পুজো রিলিজ ছবির শ্যুটিং কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। কিন্তু ৩১ জুলাই, বুধবার জানা গেল অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটিতে পরিচালকের আসনে রাহুল মুখোপাধ্যায়ই থাকবেন কিনা সেটা ঠিক করবে ফেডারেশন। আর সামনের সপ্তাহের শুরুর মধ্যেই তাঁরা তাঁদের সেই সিদ্ধান্ত জানিয়ে দেবেন।
আগামী ৫ অগস্ট ফেডারেশনের তরফে জানানো হবে তাঁদের সিদ্ধান্ত যে রাহুল মুখোপাধ্যায় আদৌ এই ছবি পরিচালনা করতে পারবেন কিনা। রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়েই সমস্যার শুরু হয় গত সপ্তাহে। আর সেটাই বাড়তে বাড়তে চরম পর্যায় পৌঁছেছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় সেই জটিলতা কেটেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কাউকে ব্যান করা যাবে না। তবুও তারপরও কেন রাহুল পরিচালক থাকবেন কী থাকবেন না সেই সিদ্ধান্তের রাশ ফেডারেশনের হাতে থাকল তাই নিয়ে প্রশ্ন উঠছে। বলাই বাহুল্য জটিলতা কাটলেও এখনও রাহুলের ভবিষ্যৎ অনিশ্চিত। আর সেই বিষয়ে আগামী ৫ অগস্ট আপডেট পাওয়া যাবে।
আরও পড়ুন: 'ইতিহাস গড়া'র টোপ! সলমনকে হত্যার জন্য শুটারদের মোট কত টাকা দিয়েছিলেন লরেন্স বিষ্ণোই?
SVF এর পুজো রিলিজ প্রসঙ্গে
এখনও পর্যন্ত ঠিক হয়নি রাহুল মুখোপাধ্যায়ের এই আসন্ন ছবিটির নাম। তবে জানা গিয়েছে সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও থাকবেন অপরাজিতা আঢ্য, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, প্রমুখ। ইতিমধ্যেই এই ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেই অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ্যে এসেছিল। এই ছবির স্ক্রিপ্ট লিখছেন রোহিত - সৌম্যর জুটি। তাঁদের সঙ্গে এবার চমক দিয়ে গল্পের লেখক হিসেবে আছন অভিনেত্রী অর্কজা আচার্য।