গত ৮ই সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। চল্লিশ ছুঁইছুঁই অভিনেত্রী বিয়ের ৬ বছরের মাথায় মা হলেন। রবিবারই কন্যা সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দীপিকা পাড়ুকোন। মেয়ের ছবি এখনও প্রকাশ্যে আনেননি দীপবীর। এদিনও মিডিয়ার চোখের আড়াল করেই মেয়ে কোলে বাড়ি ফিরলেন তারকা দম্পতি।
তবে পাপারাৎজিদের ক্যামেরায় রণবীর ও দীপিকার ঝলক বন্দি হয়েছে। গাড়ির ভিতরে বসে কথা বলতে এবং হাসতে দেখা গেছে নতুন বাবা-মা'কে। সন্তানকে কোলে দীপিকা, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে হাসি। কাচের আড়ালেও মাতৃত্বের জেল্লা ফেটে পড়ছে।
আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন দীপিকা। রণবীরও সব কাজ ফেলে এখন স্ত্রী আর কন্য়ের পাশে। মেয়ের জন্য কোনও ন্যানি না রাখার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা, খবর সূত্রের। অন্যের হাতে নয়, নিজের দায়িত্বে সন্তানকে বড় করবেন দীপিকা। আপতত দীপিকার জগত জুড়ে তাঁর একরত্তি। সেই প্রমাণ নিজের ইনস্টাগ্রামেও দিলেন অভিনেত্রী। নিজের ইনস্টা বায়ো আপডেট করে রবিবার নায়িকা লেখেন চারটি শব্দ। যা নতুন মায়েদের রোজনামচাও বটে। সেগুলি হল-'খাওয়ানো, ঢেকুর তোলানো, ঘুম পাড়ানো, এবং আবার করো'। এখন মেয়েকে ঘিরেই দীপিকার দিন-রাত্রি।
সুখবর মেলার পর থেকেই বলিউডের শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে নতুন বাবা-মা'র জন্য। দীপিকার প্রাক্তন প্রেমিকের স্ত্রী, আলিয়া ভাট থেকে ক্যাটরিনা কাইফ, বাদ যাননি কেউ। অর্জুন কাপুর লিখেছেন, ‘ঘরে লক্ষ্মী এসেছে’। সইফ পুত্র ইব্রাহিম, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যাননরা ‘অভিনন্দন’ বার্তা দিয়েছেন দীপিকা-রণবীরকে। রণবীর-দীপিকা এখনও মেয়ের নাম ফাঁস করেননি। খুদের নাম জানতে আর ঝলক দেখতে চলছে অধীর আগ্রহে অপেক্ষা।
২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন। এটি ছিল রণবীর এবং দীপিকা উভয়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে জন্য একটি দ্বৈত অনুষ্ঠান। তাঁদের প্রথমে একটি দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে হয়েছিল, তারপরে একটি আনন্দ কার্য অনুষ্ঠান হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে গর্ভবতী হওয়ার ঘোষণা করেছিলেন এই জুটি।
কেরিয়ারের নিরিখেও এই মুহূর্তে বেশ ভালো জায়গায় রয়েছেন দীপিকা এবং রণবীর। ২০২৩ সালে দীপিকার দু’টি ছবি মুক্তি পেয়েছিল। ‘জওয়ান’ এবং ‘পাঠান’। দু’টিই সুপারহিট। এর পরে চলতি বছরে মুক্তি পেয়েছে দীপিকার আরও দু’টি ছবি। ‘ফাইটার’ এবং ‘কল্কি’। ফাইটারের ভরাডুবি হলেও কাল্কি ভালো ব্যবসা করেছে। আগামিতে সিংহম এগেনে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা।
ওদিকে রণবীরের হাতে সিংহম এগেন ছাড়াও রয়েছে ধুরন্ধর, ডন ৩-র মতো প্রোজেক্ট।