বাংলা নিউজ > বায়োস্কোপ > Preity Zinta: লাল নিলাম প্যাডেল নয় সন্তানকে কোলে নিয়েই খুশি পঞ্জাব সুপার কিংসের মালকিন!

Preity Zinta: লাল নিলাম প্যাডেল নয় সন্তানকে কোলে নিয়েই খুশি পঞ্জাব সুপার কিংসের মালকিন!

আইপিএল নিলাম এবার প্রীতি-হীন

মায়ের ভূমিকা পালনে ব্যস্ত প্রীতি, লস অ্যাঞ্জেলস থেকেই দলকে পাঠালেন শুভেচ্ছা বার্তা। 

শনিবার গোটা দেশের নজর আইপিএলের মেগা নিলামে। এই হাই প্রোফাইল নিলাম এবারে প্রীতি-হীন, সেই খবর তো শুক্রবারই জানিয়ে দিয়েছিলেন পঞ্জাব সুপার কিংসের মালকিন। সদ্যই মা হয়েছেন প্রীতি, যমজ সন্তান জিয়া আর জয়কে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা তাঁর। তাই আপতত মায়ের ভূমিকা পালনেই ব্যস্ত এই বলি সুন্দরী। কিন্তু পঞ্জাব সুপার কিংসের জন্য চিয়ারলিডারের ভূমিকা পালনে ফের অগ্রণী প্রীতি। নিলাম চলাকালীন সন্তানকে কোলে নিয়ে মিষ্টি ছবি পোস্ট করলেন নায়িকা, সঙ্গে নিজের দলকে পাঠালেন শুভেচ্ছা বার্তা। 

টুইট বার্তায় প্রীতি লেখেন, ‘আজ রাতের টাটা স্কাই আইপিএল নিলামের জন্য প্রস্তুত, দারুণ অনুভূতি কোলের মধ্যে একটা বাচ্চা থাকবার, আইপিএল নিলামের ওই লাল প্যাডেলের বদলে। সত্যি বলছি আমার বুক ধুকপুক করছে, আমি নতুন পঞ্জাব সুপার কিংস দলের জন্য মুখিয়ে রয়েছি। অনেক শুভেচ্ছা পঞ্জাব কিংস। আমাদের পরিকল্পনা গুলো বাস্তবায়িত করতে হবে, এসো কাজে ফোকাস থাকি'। আপতত মার্কিন মুলুকে নিজের শ্বশুরবাড়িতে রয়েছেন প্রীতি। সেখানেই মাঝরাতে কোলে বাচ্চা নিয়ে টিভির পর্দায় চোখ রেখেছেন আইপিএলের মেগা নিলাম দেখবার জন্য। 

গতকাল সোশ্যাল মিডিয়া পোস্টে প্রীতি জানিয়েছিলেন, এই বছর আইপিএল নিলামে থাকতে পারবেন না তিনি। কারণ হিসাবে নায়িকা লেখেন, ‘কচিকাঁচাদের রেখে আমি ভারতে আসতে পারব না। বিগত কয়েকদিন খুব চাপের মধ্যে দিয়ে গিয়েছি। নিলাম ও ক্রিকেট নিয়ে যাবতীয় আলোচনা হয়েছে টিমের সঙ্গে। আমি ফ্যানদের থেকে জানতে চাইছি যে, তারা যদি কোনও প্লেয়ারে প্রস্তাব দিতে চান, তাহলে আমাকে বলতে পারেন।’

এই মরসুমে ময়ঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিং-কে ধরে রেখেছে প্রীতির দল। শুক্রবার শুরুতেই শিখর ধাওয়ানকে ৮.২৫ কোটি টাকা দিয়ে দলে টানল পঞ্জাব সুপার কিংস। 

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জিন গুডএনাফের সঙ্গে বিয়ে করেন প্রীতি। তারপর থেকে মূলত লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ‘সোলজার’ নায়িকা। গত বছর নভেম্বরে প্রীতি ও জেন সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা-বাবা হন।

 

 

বন্ধ করুন