লোক জনশক্তি পার্টির (রামবিলাস)-র প্রধান চিরাগ পাসওয়ান বৃহস্পতিবার প্রতিক্রিয়া দিয়েছেন কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া চিরাগ জানান, তিনি কঙ্গনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছেন। ২০১১ সালে কুইন নায়িকার বিপরীতেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন চিরাগ।
‘আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি। আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, যখন সিনেমায় কাজ করেছি। আমরা সংসদে বৈঠক করব। আমি মনে করি তিনি একজন শক্তিশালী মহিলা; তিনি খুব স্পষ্টভাবে কণ্ঠ দিয়েছেন এবং আমি সংসদে তাঁর কথা শোনার অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন: সাংসদ কঙ্গনাকে ঠাটিয়ে চড় মারার শাস্তি! মহিলা জওয়ানকে সাসপেন্ড করল CISF, FIR-এর নির্দেশ
"১৩ বছর আগে 'মিলে না মিলে হাম' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ৪১ বছরের পাসোয়ান। ছবিতে তাঁর বিপরীতে জুটি বেঁধেছিলেন রানাওয়াত। তাঁর ছবি বক্স অফিসে সাফল্য না পাওয়ায়, পাসওয়ান পা রাখেন রাজনীতিতে।
চিরাগ পাসওয়ান ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের জামুই থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জিতেছিলেন। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে তিনি তার আসনটি ধরে রেখেছিলেন। সদ্য সমাপ্ত নির্বাচনে পাসোয়ান হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১,৭০,১০৫ ভোটে জয়ী হন। বৈশালী, হাজিপুর, সমস্তিপুর, খাগারিয়া ও জামুইয়ের পাঁচটি আসনে জয়ী হয়েছে এলজেপি (আরভি)।
আরও পড়ুন: কেন কঙ্গনাকে চড় মারলেন? বেরিয়ে এসে নিজেই জানালেন CISF জওয়ান, কী বললেন তিনি
মোদীর নেতৃত্বে সরকার গঠনে এনডিএ-কে নিঃশর্ত সমর্থন জানাচ্ছে পাসোয়ান। ‘আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বকে নিঃশর্তভাবে মেনে নিয়েছি। ইনফ্যাক্ট, এখানে কোনো শর্ত থাকতে পারে না। এটা প্রধানমন্ত্রীর নেতৃত্বের জয়। তিনি যেভাবে এনডিএ-কে নেতৃত্ব দিয়েছিলেন তা বড় জয় নিশ্চিত করেছিল।’, জানান পাসওয়ান।
আরও পড়ুন: CISF জওয়ানের চড় কঙ্গনার গালে! কী ঘটেছিল ওখানে? থাপ্পড়ের কারণই বা কী? ভিডিয়োয় জানালেন সাংসদ
এদিকে, বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ ওঠে সিআইএসএফের এক জওয়ানের বিরুদ্ধে। দিল্লিগামী ভিস্তারা ফ্লাইট ইউকে ৭০৭ এ ওঠার প্রস্তুতি নেওয়ার সময় সিকিউরিটি চেকিং এরিয়াতে এই বিবাদ ঘটে। কৃষক আন্দোলন নিয়ে ‘খালিস্তানি’ প্রসঙ্গ টেনে কঙ্গনার বলা কিছু কথার পরিপ্রেক্ষিতেই এই চড়, জানান ওই মহিলা সিআইএসএফ। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। আপাতত গোটা দেশ এই নিয়ে বিতর্কে মুখর হয়েছে। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।