সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত শেষ ফেলুদা সিরিজ মুক্তি পেয়ে গেল হইচই প্ল্যাটফর্মে। ভূস্বর্গ ভয়ঙ্কর একদিকে যখন মুক্তি পেল তখন প্রকাশ্যে এল ফেলুদা গোয়েন্দাগিরি ফ্র্যাঞ্চাইজির টাইটেল ট্র্যাকের নতুন রূপ। গাইলেন নন্দী সিস্টার্স। সেখানে অন্তরা এবং অঙ্কিতা নন্দীকে যোগ্য সঙ্গত দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: নিন্দকদের মুখে ছাই দিয়ে একসঙ্গে অভিষেক - ঐশ্বর্য! ডিভোর্সের জল্পনা উড়িয়ে জুটি বেঁধে গেলেন কোথায়?
ফেলুদার গোয়েন্দাগিরি টাইটেল ট্র্যাকের নতুন ভার্সন
আজ থেকে প্রায় ২ বছর আগে প্রথম প্রকাশ্যে আসে ফেলুদার গোয়েন্দাগিরির টাইটেল ট্র্যাক। গানটির কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। গেয়েছেন সিধু, শিলাজিৎ এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। সুর দিয়েছেন জয় সরকার। গানটির কথায় উঠে এসেছে ফেলুদার বিভিন্ন অভিযানের কথা আভাস।
আরও পড়ুন: খাদানে জ্বরে কাবু বাংলা! সিনেমা হলে ‘রাজার রাজা’ গানে জমিয়ে নাচ দর্শকদের, নিমেষে ভাইরাল হল ভিডিয়ো
এদিন সোশ্যাল মিডিয়া সেনসেশন নন্দী সিস্টার্সের তরফে ফেলুদার গোয়েন্দাগিরির এই টাইটেল ট্র্যাক গেয়ে পোস্ট করতে দেখা যায়। তাঁরা উকুলেলে বাজিয়ে গানটি গান। আর তাঁদের সঙ্গে যোগ দেন খোদ ফেলুদার গোয়েন্দাগিরি ফ্র্যাঞ্চাইজির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত যে কেবল গান গেয়েছেন সেটাই নয়, হারমোনিকা বাজিয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন।
এই ভিডিয়ো পোস্ট করে এদিন নন্দী সিস্টার্সের তরফে লেখা হয়, 'নয় অপেক্ষা নয় রে আর। বাঁধল কাণ্ড ধুন্ধুমার। ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। কে ভেবেছিল আমরা সৃজিত দাকে গান গাইতে দেখব আবার তার সঙ্গে দুর্দান্ত হারমোনিকা বাজাতে?' ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁদের এই ভিডিয়ো। শেয়ার করেছেন খোদ পরিচালক।
আরও পড়ুন: স্কুলে ফিরেই নস্টালজিক বেদাং! বললেন, 'একসময় আলিয়া ভাটকে এসকর্ট করে নিয়ে এসেছিলাম, আজ আমিই অতিথি'
ভূস্বর্গ ভয়ঙ্কর প্রসঙ্গে
ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেল ২০ ডিসেম্বর। এখানে শেষবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা হিসেবে ধরা দিলেন টোটা রায়চৌধুরী। জটায়ু হিসেবে আছেন অনির্বাণ চক্রবর্তী এবং তোপসে হয়েছেন কল্পন মিত্র।