বাংলা নিউজ > বায়োস্কোপ > Nayan Rahasya: ফেলুদার মতো সুনীল তরফদার কি এবার দর্শকদেরও সম্মোহিত করতে পারবে? এল 'নয়ন রহস্য'-এর ট্রেলার

Nayan Rahasya: ফেলুদার মতো সুনীল তরফদার কি এবার দর্শকদেরও সম্মোহিত করতে পারবে? এল 'নয়ন রহস্য'-এর ট্রেলার

নয়ন রহস্য ট্রেলার

অবশেষে সামনে এল নয়ন রহস্য-র ট্রেলার। যেখানে আরও একবার ফেলু মিত্তির হয়ে ধরা দিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে সেই ছবি। চলুন তার আগে ট্রেলারে চোখ রাখা যাক…।

ফেলুদারা গিয়েছে সুনীল তরফদার নামক এক তরুণ জাদুকরের শো'দেখতে। যে জাদুকর নিজের সম্মোহনী শক্তি দিয়ে সবাইকে অবাক করে দেয়। তবে তার চেয়েও বড় চমক অপেক্ষা করছিল। দর্শকের সামনে সে হাজির করল জ্যোতিষ্ক নামক এক অসাধারণ ছেলেকে। যাকে সংখ্যার সঙ্গে সংস্লিষ্ট যেকোনও প্রশ্ন করা হলেই সে তার উত্তর দিয়ে দিতে পারে। যা দেখে ফেলুদা পর্যন্ত থ বনে গেল।…. হ্যাঁ, ঠিকই ধরেছেন সত্যজিৎ রায়ের নয়ন রহস্য উপন্যাসের কথাই বলছিলাম।

সেই গল্প অবলম্বনেই ছবি বানিয়েছেন সন্দীপ রায়। অবশেষে সামনে এল ছবির ট্রেলার। যেখানে আরও একবার ফেলু মিত্তির হয়ে ধরা দিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে সেই ছবি। চলুন তার আগে ট্রেলারে চোখ রাখা যাক…।

আরও পড়ুন-'তোমাকে ছুঁতে পাওয়াটাই…', এমন কমেন্টে কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি লিখলেন, ‘প্রার্থনা করবেন যেন…’

২০২২ সালে ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে নতুন ফেলুদা এবং তোপসে হিসেবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল এবং আয়ুষ। অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহন গাঙ্গুলির চরিত্রে। এবারও ‘নয়ন রহস্য’ ছবিতে সেই একই কাস্টিং দেখা যাবে। রয়েছেন অভিনেতা অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায়, তিনিই ছবির ট্রেলারটি পোস্ট করেছেন।

জানা যাচ্ছে আগামী ১০ মে গরমের ছুটিতে আসছে এই ছবি। এদিকে গতবছর এই ছবিরই শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সন্দীর রায়। এই ছবির অনেকটা অংশ জুড়ে রয়েছে দক্ষিণ ভারতের দৃশ্য। গত বছর সেপ্টেম্বরের দিকে তাই কলকাতা পর্বের শ্যুটিং সেরে চেন্নাই উড়ে গিয়েছিলেন পরিচালক সন্দীপ রায় ও তাঁর ফেলুদা টিম। জ্বরে কাবু হয়ে গিয়েছিলেন সত্যজিৎ পুত্র। যে কারণে বেশকিছুদিন শ্যুটিং স্থগিতও ছিল। তবে ফের সুস্থ হয়ে ছবির বাকি অংশের শ্যুটিং শেষ করেন তিনি।

তবে সে যাই হোক, আপাতত অপেক্ষা ১০ মে পর্যন্ত। সন্দীপ রায়ের হাত ধরে এবার আরও একবার পর্দায় ফিরছে সুনীল তরফদার এবং জ্যোতিষ্ক-র মতো চরিত্রগুলি। সুনীল তরফদার এবার শুধু ফেলুদাকে নয়, সমস্ত দর্শকদের সম্মোহনী শক্তি দিয়ে তাক লাগিয়ে দেবেন বলে মনে করছেন সিনে প্রেমীরা। বাদ যাবে না জ্যোতিষ্কও। এই ছবিতে ফেলুদার মগজাস্ত্রের খেল যেমন রয়েছে, তেমনই রয়েছে নয়ন ওরফে জ্যোতিষ্কের উধাও হয়ে যাওয়া এবং হিঙ্গোয়ানির মৃত্যু রহস্যর সমাধান করার কথা। তবে এবার আর বই পড়ে নয়, পর্দায় দেখে ফেলতে পারবেন এই ছবি।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

গণহারে ছাঁটাই! পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-নাসিম ৭ রাশির কর্মজীবনে আসবে দুর্দান্ত সাফল্য, দেখুন কী বলছে সাপ্তাহিক ট্যারো রাশিফল বিহারে দশমীর ভোরে গুলি, পুজো মণ্ডপের কাছেই রক্তাক্ত চার যুবক ‘মুখ্যমন্ত্রী তো উৎসবে! আমরা রান্না করিনি বাড়িতে,’ অরন্ধনে নির্যাতিতার পরিবার সম্পত্তির লোভে বাবা–মাকে খুন! দুর্গাপুরে অভিযুক্ত ছেলে–বৌমাকে আটক করল পুলিশ ভাঁড়ে জমানো টাকা জুনিয়র ডাক্তারদের দিল খুদে! অনশন ভাঙার পরে খেতে বলল সেটা দিয়ে বিয়ের পর প্রথম পুজো, বিজয়ায় সিঁদুরে রাঙা দর্শনা, বাছলেন টুকটুকে লাল শাড়ি চার-ছক্কায় সর্বাধিক রান, বাংলাদেশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে বিশ্বরেকর্ড ভারতের বড় ডিজাইনাররাও ‘বহিরগত’দের পোশাক দেন না! বলিউড নিয়ে আর কী ক্ষোভ জানলেন মীরা? মায়ানগরীতেই লিভ ইনে বাবা! মাকে নিয়ে সারা-জারা মুম্বই যেতে, কী প্রতিক্রিয়া যিশুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.