বাংলা নিউজ > বায়োস্কোপ > অন্তরঙ্গ ফোটো-ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল করেছে ফিয়ন্সে, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

অন্তরঙ্গ ফোটো-ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল করেছে ফিয়ন্সে, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

রিদা ইসফাহানি।

পাকিস্তানের অভিনেত্রী রিদা ইসফাহানি জানালেন তাঁর বাগদত্তই তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে তাঁর গোপন ফোটো-ভিডিয়ো ফাঁস করে। 

পাকিস্তানি অভিনেত্রী রিদা ইসফাহানি করলেন একটি বড় খোলাসা। সে দেশেরই কৌতুক অভিনেতা নাদির আলীর পডকাস্টে এসে করলেন একটি বড় রহস্যের ফাঁস। জানালেন তাঁর বাগদত্তই গোপন ভিডিয়ো ফাঁস করে দিয়েছেন ইন্টারনেটে। ভালোবাসার মানুষই নিলামে তুলেছে তাঁর সম্মান। প্রসঙ্গত, ২০১৬ সালে অভিনেত্রী রিদার ব্যক্তিগত ভিডিয়ো আলোড়ন ফেলে দিয়েছিল পাকিস্তান-সহ আশেপাশের দেশগুলিতেও। 

২০১৬ সালের নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় পাকিস্তানি অভিনেতার কিছু অন্তরঙ্গ মুহূর্ত। যা নিয়ে কম কথা হয়নি। সম্প্রতি রিদা জানান সেই গোপন মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেছিলেন তাঁর বাগদত্তই। এতদিন এই ব্যাপারে নিজের মুখ বন্ধই রেখেছিলেন তিনি। এখন পাকিস্তানের এই নায়িকা জানালেন ওই ভিডিয়োর কারণেই তাঁর বাগদান ভেঙে গিয়েছে। এমনকী ক্ষতিগ্রস্থ হয়েছে ভাবমূর্তিও। 

রিদা সেই পডকাস্টে এসে জানান যে, তাঁর বিশ্বাসকেই নষ্ট করা হয়েছে। বরাবরই তিনি এক পুরুষে আষক্ত। তাই যখন তাঁকে প্রপোজ করা হয় তিনি আর না করতে পারেননি। চেয়েছিলেন ভালোবাসার মানুষের সঙ্গেই সারাটা জীবন কাটাতে। রিদা আরও জানান, তাঁর পরিবারও এই বিয়েতে রাজি ছিল না একেবারেই। আর এনগেজমেন্টের ৩ মাস পরেই ইন্টিমেট ছবি আর ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়ে। আর এর পিছনে হাত ছিল সেই ভরসার মানুষটার। 

বিষয়টি যখন তিনি জানতে পারেন তখন তিনি আমেরিকায় ছিলেন বলেই জানান রিদা। মিডিয়া তাঁকে প্রেস কনফারেন্স করার আবেদন করলেও তিনি তা না করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন যে ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন তাঁর সঙ্গে যা হয়েছে সেটার দায় সারা জীবন বহন করতে হবে তাঁকে। সেটা ছাড়া তাঁর কোনো উপায়ও ছিল না। তাই আর চাননি এই ব্যাপারটাকে টেনে লম্বা করতে। 

তিনি বলেছিলেন যে তিনি একজন মহিলা পুরুষ টাইপ মহিলা এবং যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি রাজি হয়েছিলেন। সে তার প্রিয়জনের সাথে জীবন কাটাতে চেয়েছিল। তার বাবা-মা এই বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু তারা তাকে এই বিয়ের জন্য রাজি করান। এরপর বাগদানের মাত্র ৩ মাস পর তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

 

বন্ধ করুন