বাংলা নিউজ > বায়োস্কোপ > Nora Fatehi: ‘লাইট দ্য স্কাই’ হিন্দিতে গাইলেন, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ মাতালেন নোরা

Nora Fatehi: ‘লাইট দ্য স্কাই’ হিন্দিতে গাইলেন, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ মাতালেন নোরা

বিশ্বকাপের সমাপনী আসর মাতালেন নোরা ফাতেহি

FIFA World Cup 2022 final: এ যেন ফুটবলের ইতিহাসে শতাব্দীর সেরা ফাইনাল, তার আগে ‘লাইট দ্য স্কাই’ অ্যান্থেম হিন্দিতে গেয়ে বাজিমাত করলেন নোরা। 

বিশ্বকাপ ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে শুরু হয়েছিল জমজমাট সমাপনী অনুষ্ঠান। জমকালো সমাপনী অনুষ্ঠানে কাতার সংমিশ্রণ ঘটিয়েছে হলিউড-বলিউডের গ্ল্যামারের। নাচে-গানে ফুটবল বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে রেখেছিলেন নোরা ফাতেহি।

বিশ্বকাপের থিম গান ‘লাইট দ্য স্কাই’ পরিবেশন করতে নোরা যোগ দিয়েছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানালের সঙ্গে। একযোগে সফল করলেন এই অনুষ্ঠান। এ দিন কালো উজ্জ্বল পোশাকে মঞ্চে পারফর্ম করেছেন নোরা। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে তিনজনের সঙ্গে মঞ্চে নেচেছেন তিনি। নোরার পারফরম্যান্সের ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল রবিবার রাত থেকে। নোরার কণ্ঠে গানটির হিন্দি সংস্করণ শুনে বুঁদ ভারতীয় দর্শক।

আরও পড়ুন: ‘মায়ের সঙ্গে ছোট্ট টিভিতে বিশ্বকাপ দেখতাম’, আর্জেন্তিনার জয়ে স্মৃতিমেদুর শাহরুখ

এ দিন একাধিক বলি-তারকা ছিলেন কাতারের গ্যালারিতে। কাতার বিশ্বকাপে ফুটবল দল হিসেবে ভারত না থাকলেও ভারতীয় উপস্থিতি ছিল বিভিন্নভাবে। প্রথম ভারতীয় নারী অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান অপর একটি গান ‘আর্বো’ গেয়েছেন ওজুনা এবং গিমস। প্রথম এবং শেষ গানের মাঝে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গেয়েছেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা।

ফাইনালের অনেক আগেই কাতার পৌঁছেছিলেন নোরা। শনিবার তিনি সাক্ষাৎ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। প্রেসিডেন্টকে কৃতজ্ঞতাস্বরূপ এক জোড়া জুতো উপহার দেন অভিনেত্রী। নেটমাধ্যমে সেই উপহারের ছবিও শেয়ার করেন নোরা। সেখানে দেখা যায়, জিয়ান্নি ইনফান্তিনোকে এক জোড়া লাল জুতো উপহার দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ফিফার আমন্ত্রণে পর্তুগাল বনাম মরক্কোর কোয়ার্টার ফাইনাল মাঠে বসে উপভোগ করেছিলেন নোরা। সাক্ষী হয়েছিলেন মরক্কোর ঐতিহাসিক জয়ের। এ কারণে ফিফা প্রেসিডেন্টকে তিনি এই জুতো জোড়া উপহার দেন। জুতোটি ফিফা প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি।

 

বন্ধ করুন