বাংলা নিউজ > বায়োস্কোপ > Vijay Mallya-Anurag Kashyap: বিজয় মালিয়ার ভূমিকায় থাকবেন অনুরাগ কাশ্যপ? আসছে ‘ফাইল নম্বর ৩২৩’

Vijay Mallya-Anurag Kashyap: বিজয় মালিয়ার ভূমিকায় থাকবেন অনুরাগ কাশ্যপ? আসছে ‘ফাইল নম্বর ৩২৩’

আসছে 'ফাইল নম্বর ৩২৩’

File No 323: দেশের চলমান আর্থিক দুর্নীতি এবার বড়পর্দায়। বিজয় মালিয়ার চরিত্রে অনুরাগ কাশ্যপ। ধনকুবেরদের কেলেঙ্কারির নিয়ে আসছে 'ফাইল নম্বর ৩২৩’।

ভারতে কর ফাঁকি দিয়ে পলাতক ধনবকুবের ব্যবসায়ী বিজয় মালিয়া। মেহুল চোকসি, নীরব মোদীর মতো ধনবকুবের ব্যবসায়ীদের গল্প এবার পর্দায় তুলে ধরতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক কে কার্তিক। ছবির নাম 'ফাইল নম্বর ৩২৩’। ছবি ঘিরে ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে বিনোদন জগতে। 

বড় চমক রয়েছে অন্য জায়গায়। সূত্রের খবর, বিজয় মালিয়ার ভূমিকায় অভিনয় করবেন অনুরাগ কাশ্যপ। উল্লেখ্য, পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিজয় মালিয়া রয়েছেন লন্ডনে। এদিকে তাঁর বিরুদ্ধে ভারতের বহু ব্যাঙ্কগুলিতে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। আর্থিক তছরুপের মামলায় ব্রিটেনের আদালতেও কোণাঠাসা হয়েছেন বিজয় মালিয়া।

আরও পড়ুন: খুনি কে? রহস্যের জট কি ছাড়াতে পারবে 'ইন্সপেক্টর নলিনীকান্ত', প্রকাশ্যে ট্রেলার

তবে মেহুল চোকসি, নীরব মোদির চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ২০ নভেম্বর থেকে ছবির শ্যুটিং শুরু হবে। মুম্বই ছাড়াও লন্ডনে শ্যুটিং হবে।

দেশের চলমান আর্থিক দুর্নীতিকে পর্দায় তুলে ধরা এই মুহূর্তে নিতান্তই সাহসের। এত দিন সহ-পরিচালক হিসাবে বিভিন্ন প্রোজেক্টে কাজ করেছেন কার্তিক। তবে এই প্রথম তিনি নিজে একক ভাবে কোনও ছবির পরিচালনা করছেন। এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন পরিচালক কার্তিক। সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালে সিনেমা হলে মুক্তি পাবে ‘ফাইল নম্বর ৩২৩’।

বন্ধ করুন