গত ১৪ ডিসেম্বর রাজ কাপুরের শতবর্ষ উপলক্ষে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন সিনেমা হলে রাজ কাপুরের সেরা ১০টি সিনেমা দেখানো হচ্ছে। কিন্তু আপনি হয়তো জানেন না, রাজ কাপুরের জন্মদিনের দিন আরও একজন বিখ্যাত পরিচালকের জন্ম হয়েছিল। তিনি হলেন শ্যাম বেনেগাল।
গত ১৪ ডিসেম্বরে ৯০ বছর বয়সে পদার্পণ করলেন পরিচালক। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি।
৯০ বছর বয়সে পদার্পণ করলেও তিনি নিজের কাজ নিয়ে সদা ব্যস্ত এখনও। গত বছর ‘মুজিব: দ্যা মেকিং অফ নেশন’ নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: দেওয়াল জুড়ে জনপ্রিয় ছবির ক্যারিকেচার! জন্ম শতবর্ষে রাজ কাপুরকে অভিনব কায়দায় শ্রদ্ধা সচিনের
৯০ বছর অতিক্রান্ত হলেও কীভাবে তিনি এখনও কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন জিজ্ঞাসা করাই তিনি বলেন, ‘আমরা সবাই বৃদ্ধ হই। এটা মহৎ কিছু নয়। জন্মদিন একটা বিশেষ দিন হতে পারে কিন্তু আমি এটিকে বিশেষভাবে উদযাপন করি না। প্রতিবছরের মতো এই বছরেও আমি আমার অফিসে কেক কেটেছি সকলের সঙ্গে।’
সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য হাসপাতালে যেতে হয় পরিচালককে। একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি যেভাবে নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন তা সত্যি প্রশংসার যোগ্য। রাজ কাপুর এবং তাঁর একই দিনে জন্মদিন তাই রাজ কাপুর সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘উনি ভীষণ ভালো মানুষ ছিলেন। আমরা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজও করেছিলাম।’
বেনেগাল বলেন, ‘আমার কাছে শ্রী ৪২০ সব থেকে পছন্দের একটা সিনেমা। উনি একজন শুধুমাত্র এক দুর্দান্ত অভিনেতা ছিলেন তা নয়, একজন ভালো মনের মানুষ ছিলেন। উনি হিন্দি চলচ্চিত্রের একজন অন্যতম আইকন যাকে কখনওই ভোলা যায় না।’
আরও পড়ুন: 'আমার ১.৫ মিনিটের মিথ্যের দাম পড়েছিল ১.৫ বছর', হঠাৎ কী নিয়ে অনুশোচনায় ভুগছেন কার্তিক?
রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে যে চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে তা চলবে ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। যে ১০ টি সিনেমা দেখানো হচ্ছে তার মধ্যে রয়েছে আগ, বারসাত, আওয়ারা, শ্রী ৪২০, জাগতে রহো, জিস দেশ মে গঙ্গা বেহেতি হে, সঙ্গম, মেরা নাম জোকার, ববি, রাম তেরি গঙ্গা মেইলি।