বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman-Govinda: 'ডু ইউ ওয়ানা পার্টনার' গানে ফের একবার ফিল্মফেয়ারের মঞ্চ জমিয়ে দিলেন ‘পার্টনার’ সলমন ও গোবিন্দা

Salman-Govinda: 'ডু ইউ ওয়ানা পার্টনার' গানে ফের একবার ফিল্মফেয়ারের মঞ্চ জমিয়ে দিলেন ‘পার্টনার’ সলমন ও গোবিন্দা

সলমন-গোবিন্দার পারফরম্যান্স

সলমন পরেছিলেন নীল স্যুট, আর গোবিন্দার পরনে ছিল কালো গর্জাস পোশাক। সলমন-গোবিন্দা জুটিকে একসঙ্গে দেখা উচ্ছ্বসিত নেটপাড়ার বাসিন্দারা। দেখুন তারই কিছু ঝলক। গোবিন্দাকে বলতে শোনা গেল, ইতনি খুশি মুঝে আজতক কভি নেহি হুই… তারপরই মঞ্চে উঠে এলেন সল্লু। আর এরপরই এল সেই মুহূর্ত…

শেষ কবে গোবিন্দাকে কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে দেখেছিলেন মনে পড়ে? তাও আবার সলমনের সঙ্গে? বহুদিন পর ফের একবার একসঙ্গে জমিয়ে নাচলেন সলমন ও গোবিন্দা। সৌজন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চ।

২০০৭ সালে ডেভিড ধাওয়ানের 'পার্টনার'-এ স্ক্রিন শেয়ার করেছিলেন সলমন ও গোবিন্দা। তাঁদের রসায়ন এবং কমেডি দর্শকদের মধ্য হাসির রোল তুলেছিল। বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩-এর অনুষ্ঠানে সলমন ও গোবিন্দার নাচ ফের একবার অনুরাগীদের নস্টালজিক করে তুলেছিল। ২০০৭-এর সুপারহিট, ব্লকবাস্টার গান 'ডু ইউ ওয়ানা পার্টনার' গাানে নেচেে মঞ্চে আগুন ধরালেন সলমন ও গোবিন্দা। এদিন সলমন পরেছিলেন নীল স্যুট, আর গোবিন্দার পরনে ছিল কালো গর্জাস পোশাক। সলমন-গোবিন্দার নাচের নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এই জুটিকে একসঙ্গে দেখা উচ্ছ্বসিত নেটপাড়ার বাসিন্দারা। দেখুন তারই কিছু ঝলক। গোবিন্দাকে বলতে শোনা গেল, ইতনি খুশি মুঝে আজতক কভি নেহি হুই… তারপরই মঞ্চে উঠে এলেন সল্লু। আর এরপরই এল সেই মুহূর্ত…

আরও পড়ুন-'সম্মান ভীষণই মূল্যবান পুরস্কার, সস্তার লোকজনের থেকে সেটা আশা করা যায় না'! কেন লিখলেন অনুপম খের?

আরও পড়ুন-‘শুধু কানে নয়, আমার শরীরের আরও অনেক জায়গাতে চুল গজায়’, সামান্থার কথায় একী বললেন চিট্টিবাবু!

মণীশ পল এবং আয়ুষ্মান খুরানা। অনুষ্ঠানে গোবিন্দ ছাড়াও জাহ্নবী কাপুর, ভিকি কৌশল এবং জ্যাকুলিন ফার্নান্ডেজ সহ অনেকেই বহু হিট গানে জমিয়ে পারফর্ম করেন। প্রসঙ্গত ৬৮ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আলিয়া ভাট,  সেরা পরিচালক হয়েছেন সঞ্জয়লীলা বানশালি সৌজন্যে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। সেরা ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। অনিল কাপুর পেয়েছেন সেরা পার্শ্ব চরিত্রে (পুরুষ)র জন্য পুরস্কার  । অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী এবং হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো ছবির জন্য)। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন