বাংলা নিউজ > বায়োস্কোপ > Filmfare Bangla: সেরা অভিনেত্রী বাংলাদেশের জয়া, কড়া টক্কর এপারের নায়িকাদের

দেশের আন্যতম জনপ্রিয় এবং বহুল চর্চিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। বরাবরের মতো এবারও মনোনয়ন তালিকায় ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া।

‘বিনিসুতোয়’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১’ জিতেছেন তিনি। বৃহস্পতিবার টলিউডে সম্মানজনক এই পুরস্কারের আসর বসেছিল কলকাতার একটি পাঁচতারা হোটেলে। সেখানে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে বাংলাদেশের জয়া আহসানের হাতে পুরস্কার হিসেবে ‘ব্ল্যাক লেডি’ তুলে দেন আয়োজকরা।

গত বছরের আগস্টে টলিউডে মুক্তি পেয়েছিল অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’। ছবিতে অভিনয় করেছিলেন জয়া। শ্রাবণী নামে মধ্য তিরিশের এক নারীর চরিত্রে দেখা মিলেছিল তাঁর। অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী।

‘বিনিসুতোয়’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ও সমালোচক দুই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়ার সঙ্গে ছিলেন অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, রুক্সিনী মৈত্র, অর্পিতা চট্টোপাধ্য়ায়, দামিনি বেনি বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায়।

২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে চারবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান জয়া আহসান। তারও আগে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জয়া। ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ ছবির জন্যও মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী।

 

বন্ধ করুন