বলিউডের অন্যতম ঐতিহ্যশালী ফিল্মফেয়ার পুরস্কারের ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে , আগামিকাল ৩১ মার্চ বসছে ফিল্মফেয়ার বাংলার আসর। সামনে এল পুরস্কারের সম্পূর্ণ তালিকা।
ফিল্মফেয়ার বাংলার দৌড়ে নমিনেশনের দৌড়ে এগিয়ে থাকল রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’। সব মিলিয়ে ৯টি পুরস্কারের দৌড়ে রয়েছে এই ছবি, এছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের গুমানামীও মোট ৮টি বিভাগে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে। পপুলার ক্যাটিগরিতে এই দুই ছবির রাজত্ব যেমন রয়েছে, তেমনি সমালোচকদের বিচারে পুরস্কারের তালিকায় কিছুটা অতনু ঘোষের ‘রবিবার’। সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী ও সেরা ছবি সহ মোট ১০টি বিভাগে মনোনীত এই ছবি।
এক নজরে দেখে নিন ফিল্মফেয়ার বাংলার নমিনেশন তালিকা-
সেরা ছবি-
গুমানামী
কন্ঠ
মিতিন মাসি
পরিণীতা
সাঁঝবাতি
ভিঞ্চি দা
---------------------------------------
সেরা পরিচালক
অরিন্দম শীল (মিতিন মাসি)
কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)
লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় (সাঁঝবাতি)
নন্দিতা রায় ও শিব প্রসাদ মুখোপাধ্যায় ( কন্ঠ)
রাজ চক্রবর্তী (পরিণীতা)
সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী)
---------------------------------------
সেরা ফিল্ম (সমালোচকদের বিচারে)
ঘরে বাইরে আজ (অপর্ণা সেন)
কেদারা (ইন্দ্রদীপ দাশগুপ্ত)
নগরকীর্তন (কৌশিক গঙ্গোপাধ্যায়)
রবিবার (অতনু ঘোষ)
রাজলক্ষ্মী ও শ্রীকান্ত (প্রদীপ্ত ভট্টাচার্য)
---------------------------------------
সেরা অভিনেতা
আবির চট্টোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি)
দেব (সাঁঝ বাতি)
পরমব্রত চট্টোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি)
রুদ্রনীল ঘোষ (ভিঞ্চি দা)
প্রসেনজিত্ চট্টোপাধ্যায় (গুমনামী)
শিবপ্রসাদ মুখোপাধ্যায় (কন্ঠ)
---------------------------------------
সেরা ফিল্ম (সমালোচকদের বিচারে)
যিশু সেনগুপ্ত (মহালয়া)
কৌশিক গঙ্গোপাধ্যায় (কেদারাঃ
প্রসেনজিত্ চট্টোপাধ্যায় (রবিবার)
ঋদ্ধি সেন (নগরকীর্তন)
ঋত্বিক চক্রবর্তী (রাজলক্ষ্মী ও শ্রীকান্ত)
---------------------------------------
সেরা অভিনেত্রী
কোয়েল মল্লিক (মিতিন মাসি)
পাওলি দাম (কন্ঠ)
ঋতুপর্ণা সেনগুপ্ত (আহা রে)
শুভশ্রী গঙ্গোপাধ্যায় (পরিণীতা)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি)
---------------------------------------
সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে)
ইশা সাহা ( সোয়েটার)
জয়া আহসান (রবিবার)
জয়া আহসান (বিজয়া)
রাইমা সেন (তারিখ)
সোহিনী সরকার ( ভিঞ্চি দা)
শুভশ্রী গঙ্গোপাধ্যায় (পরিণীতা)
গুমানামীর পাশাপাশি সৃজিতের অপর দুই ছবি ‘শাহজাহান রিজেন্সি’ও ‘ভিঞ্চি দা’-ও যথাক্রমে ৬টি ও ৫টি বিভাগে সেরা হওয়ার লড়াইয়ে রয়েছে।
একমাত্র নায়িকার হিসাবে পপুল্যার ও ক্রিটিক দুই বিভাগেই সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন শুভশ্রী, সৌজন্য ‘মেহুল’। পরিণীতা ছবিতে অনবদ্য পারফরম্যান্সের জেরেই এই বিরল নজির শুভশ্রীর। অন্যদিকে সেরা অভিনেতার দৌড়ে পপুল্যার ও ক্রিটিক দুই বিভাগেই জায়গা করে নিয়েছেন বুম্বাদা। গুমনামী'র জন্য জনপ্রিয় বিভাগে, এবং রবিবারের জন্য সমালোচকদের বিচারে বিভাগে মনোনীত প্রসেনজিত চট্টোপাধ্যায়।