অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস ২০২৪। আর সেই অনুষ্ঠানে রীতিমত হীরামান্ডি, চমকিলা, দ্য রেলওয়ে মেন ছবি বা সিরিজের জয়জয়কার দেখা গেল। দিলজিৎ দোসাঁঝ এদিন সেরা অভিনেতার পুরস্কার পান। অন্যদিকে করিনা কাপুর পান সেরা অভিনেত্রীর পুরস্কার।
আরও পড়ুন: বক্স অফিসে ভরাডুবি, এদিকে আন্তর্জাতিক স্তরে সম্মানিত পদাতিক! সৃজিতের ছবি পেল কোন কোন তকমা?
ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস ২০২৪
গত ১ ডিসেম্বর রবিবার মুম্বইতে অনুষ্ঠিত হল পঞ্চম ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস। তারকাখচিত অনুষ্ঠান ছিল যে এটি সেটা বলার অপেক্ষা রাখে না। অভিনেতারা থেকে শুরু করে পরিচালক, টেকনিক্যাল ক্রু, প্রমুখ হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে। ওয়েব সিরিজ এবং সিনেমার জন্য মোট ৩৯ বিভাগে এদিন পুরস্কার দেওয়া হয়।
হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার সিরিজটি সবথেকে বেশি বিভাগে মনোনয়ন পেয়েছিল। ১৬ টি বিভাগে মনোনয়ন পেয়েছিল এটা। অন্যদিকে গান্স অ্যান্ড গুলাবস ১২ টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। কালা পানি সিরিজের মনোনয়ন ছিল ৮ বিভাগে। কিন্তু কোন বিভাগে কে পুরস্কার পেলেন?
ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস ২০২৪ এর বিজয়ীর তালিকা:
সেরা সিরিজ: দ্য রেলওয়ে মেন।
সেরা পরিচালক: সমীর সাক্সেনা এবং অমিত গোলানি (কালা পানি)
সেরা অভিনেতা, সিরিজ, কমেডি: রাজকুমার রাও (গান্স অ্যান্ড গুলাবস)
সেরা অভিনেতা সিরিজ, ড্রামা: গগন দেব রিয়ার (স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি)
সেরা অভিনেত্রী, সিরিজ, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লাক)
সেরা অভিনেত্রী, সিরিজ, ড্রামা: মনীষা কৈরালা (হীরামান্ডি)
সেরা সহঅভিনেতা, সিরিজ, কমেডি: ফয়সল মালিক (পঞ্চায়েত সিজন ৩)
সেরা সহঅভিনেতা, সিরিজ, ড্রামা: আর মাধবন ( দ্য রেলওয়ে মেন)
সেরা সহঅভিনেত্রী, সিরিজ, কমেডি: নিধি বিস্ত (মামলা লিগ্যাল হ্যায়)
সেরা সহঅভিনেত্রী, সিরিজ, ড্রামা: মোনা সিং (মেড ইন হেভেন ২)
সেরা গল্প, সিরিজ: বিশ্বপতি সরকার (কালা পানি)
সেরা কমেডি, সিরিজ: মামলা লিগ্যাল হ্যায়।
সেরা নন ফিকশন সিরিজ: দ্য হান্ট ফর ভিরাপ্পন
সেরা ডায়লগ, সিরিজ: সুমিত আরোরা (গান্স অ্যান্ড গুলাবস)
সেরা ছবি: অমর সিং চমকিলা
সেরা পরিচালক, ছবি: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা অভিনেতা, ছবি: দিলজিৎ দোসাঁঝ (অমর সিং চমকিলা)
সেরা অভিনেত্রী, ছবি: করিনা কাপুর খান (জানে জান)
সেরা সহঅভিনেতা, ছবি: জয়দীপ আহলাওয়াট (মহারাজ)
সেরা সহঅভিনেত্রী, ছবি: ওয়ামিকা গাব্বি ( খুফিয়া)
সেরা ডায়লগ, ছবি: ইমতিয়াজ আলি এবং সাজিদ আলি (অমর সিং চমকিলা)
সেরা ডেবিউ অভিনেতা: বেদাং রায়না
সেরা মিউজিক অ্যালবাম, ছবি: এ আর রহমান (অমর সিং চমকিলা)
সেরা সিরিজ ক্রিটিক: গান্স অ্যান্ড গুলাবস
সেরা পরিচালক ক্রিটিক: মুম্বই ডায়েরিজ ২
সেরা অভিনেতা, সিরিজ ক্রিটিক: কে কে মেনন (মুম্বই মেরি জান)
সেরা অভিনেত্রী, সিরিজ ক্রিটিক: হুমা কুরেশি (মহারানী ৩)
সেরা ছবি ক্রিটিক: জানে জান
সেরা অভিনেতা, ছবি, ক্রিটিক: জয়দীপ আহলাওয়াট
সেরা অভিনেত্রী, ছবি, ক্রিটিক: অনন্যা পান্ডে