ইউক্রেনের ডনবাস, বেলারুশ এবং ক্রাইমিয়া থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে ইতিমধ্যেই কিভের উপকণ্ঠে পৌঁছে গিয়েছে রুশ ফৌজ। ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলা নিয়ে তথ্যচিত্র তৈরি করছেন অস্কারবিজয়ী অভিনেতা শন পেন। আর তার জন্য এই মুহূর্তে ইউক্রেনেই নিজের টিমের সঙ্গে রয়েছেন শন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির অফিসের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জেলেনস্কি সরকারের তরফে সংবাদমাধ্যমের জন্য যে ঘোষণা করা হচ্ছে তা এক মনে শুনছেন শন পেন। সেই ফেসবুক পোস্টে আরও জানানো হয়েছে এই তথ্যচিত্রের সুবাদে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক-এর সঙ্গেও মোলাকাত সেরেছেন অস্কারজয়ী অভিনেতা। রুশ হামলার ব্যাপারে বিশদে তথ্য সংগ্রহ করার জন্য সে দেশের সংবাদমাধ্যম এবং সেনা আধিকারিকদের সঙ্গেও বহুক্ষণ কথা বলেছেন তিনি।
শন পেনের প্রশংসা করে জেলেনস্কির অফিসের তরফে ফেসবুকে লেখা হয়েছে, ' শন পেন যে সাহসিকতা ও অদম্য মনোবলের পরিচয় দিয়েছেন তা পশ্চিমের বহু রাজনৈতিক নেতার মধ্যেই নেই। এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতি ঠিক কী এবং রাশিয়া কীভাবে আমাদের দেশে আক্রমণ হানছে, সেই আসল চিত্রটা গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য এই পরিচালক প্রধানত এসেছেন এখানে।
এর আগেও শন পেনের সঙ্গে নিজের একটি ছবি নেটমাধ্যমে পোস্ট করেছিলেন উক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। সঙ্গে লিখেছেন, 'যত বেশি সংখ্যক মানুষ ইউক্রেনের মধ্যে এই যুদ্ধের কথা জানবে তত দ্রুত রাশিয়াকে থামানো যাবে!'
প্রসঙ্গত, এর আগেও একাধিক যুদ্ধ-বিরোধী তথ্যচিত্র তৈরি করেছেন শন যা বিশ্ব জুড়ে চর্চিত হওয়ার পাশাপাশি সমানভাবে প্রশংসাও কুড়িয়েছে।