গত সপ্তাহান্তে নিজের ৫২তম জন্মদিন সেলিব্রেট করেছেন করণ জোহর। ইন্ডাস্ট্রির কাছের মানুষদের নিয়ে জমে উঠেছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালকের জন্মদিনের সেলিব্রেশন। পৌঁছেছিলেন ফারহা খান, অনিল কাপুর, কাজলরা। তবে দেখা মেলেনি অসুস্থ কিং খানের। আরও পড়ুন-রকি-রানির পর নতুন ছবির ঘোষণা পরিচালক করণের, শাহরুখ-কাজল ফিরবে জুটিতে? প্রশ্ন নেটপাড়ার
করণের জন্মদিনের আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফারহা খান ও করণ জোহরের একটি ভিডিয়ো। রাতপোশাকে করণ, দুধ সাদা বিছানায় ফারহার সঙ্গে মাখামাখি! না, না ঘাবড়ে যাবেন না। ‘বার্থ ডে স্যুট’-এর বদলে জন্মদিনে ‘বাবা স্যুট’ পরা করণের সঙ্গে একটু মশকরা করেন ফারহা।
ভিডিয়োর শুরুতেই মজার ছলে ফারহা বলেন, ‘আজ করণের জন্মদিন, আমি এসেছি। ভাবছি ও নিশ্চয় বার্থ ডে স্যুটে রয়েছে।’ কিন্তু চাদর টেনে খুলতেই অবাক ফারহা। কালো রঙা রাতপোশাকে বিছানায় অর্ধেক শুয়ে রয়েছেন ধর্মা কর্ণধার। পায়ে সাদা রঙা স্নিকার্স! করণ তো বলেই ফেললেন, ‘ভাবতেও পারছি না জন্মদিনের পার্টিতে আমি তোমার সঙ্গে এক বিছানায়’।
ঘন নীল কাফতানে সেজেছিলেন ফারহা। ‘মেয় হু না’ পরিচালক খানিকটা আশাহত করণকে বার্থ ডে স্যুট অর্থাৎ নগ্ন অবস্থায় না দেখতে পেয়ে! ফারহাকে মাঝপথে থামিয়ে করণ বলেন, ‘তোমার সঙ্গে আমি এক বিছানায়, এটা কার জন্য সমস্যার তোমার না আমার?’ ভিডিয়োর শেষে পরস্পরের প্রতি ভালোবাসা জাহির করেন দুজনেই।
করণকে রোস্ট করে মাঝেমধ্যেই মজার ভিডিয়ো পোস্ট করেন ফারহা খান। মূলত ধর্মা কর্ণধারে বিলাসবহুল জীবনযাত্রা, তাঁর লাখ লাখ টাকার পোশাক নিয়েই খিল্লি করেন ফারহা খান। জীবনের নানান চড়াই-উতরাইয়ে একে অপরকে সব সময় পাশে পেয়েছেন দু'জনে।
নিজের ৫২তম জন্মদিনে ভক্তদের দারুণ সারপ্রাইজ দিয়েছেন করণ জোহর। রকি অউর রানি কি প্রেম কাহানির পর পরিচালক করণ ঘোষণা করলেন তাঁর নতুন ছবির। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারে পরিচালক করণের ছবির সংখ্যা হাতে গোনা। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক শনিবার কেরিয়ারের ৮ নম্বর ছবির ঘোষণা সেরেছেন।
ছবি নিয়ে বিশেষ কোনও তথ্য সামনে আনেননি পরিচালক। এমনকী ছবির নামও এখনও ঠিক করেননি। ‘শিরোনামহীন’ ন্যারেশান ড্রাফট হাতে নিয়ে ছবি দিলেন করণ। সাদা পাতার উপর বড় বড় হরফে লেখা, ‘করণ জোহর পরিচালিত… ২৫শে মে ২০২৫’। অর্থাৎ আগামী বছর জন্মদিনেই পরিচালক করণ ফিরছেন নতুন ছবি নিয়ে। এই পোস্টের ক্যাপশনে করণ লিখেছেন, ‘গেট, সেট অ্যান্ড গো….’। এই ছবির কাস্টিং নিয়ে সামনে আসেনি তথ্য, তবে ফ্যানেদের দাবি শাহরুখ-কাজল জুটি ফিরুক করণের ছবিতে।