বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘কোয়েস্ট মল মুসলিম এলাকা…’, কলকাতা অনুষ্ঠানের জায়গা বদল নিয়ে টুইট বিবেক অগ্নিহোত্রীর! পালটা জবাব বাবুল সুপ্রিয়র

‘কোয়েস্ট মল মুসলিম এলাকা…’, কলকাতা অনুষ্ঠানের জায়গা বদল নিয়ে টুইট বিবেক অগ্নিহোত্রীর! পালটা জবাব বাবুল সুপ্রিয়র

কোয়েস্ট মল মুসলিম অঞ্চল. তাই সেখানে আসবেন না বিবেক অগ্নিহোত্রী। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

কলকাতার কোয়েস্ট মলে প্রাথমিকভাবে আসার কথা থাকলেও বিবেক অগ্নিহোত্রী জানালেন সেখানকার পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি জায়গা বদল করছেন। যাতে প্রতিক্রিয়া এল সেই এলাকার বিধায়ক বাবুল সুপ্রিয়র থেকে।

চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী ঘোষণা করলেন যে ‘নিরাপত্তার খাতিরে’ তিনি কলকাতায় তার বই স্বাক্ষর অনুষ্ঠানের স্থান পরিবর্তন করছেন। এই নিয়ে একটি টুইট করেন পরিচালক। যাতে লেখেন, ‘আপনাদের জানাচ্ছি যে নিরাপত্তার কারণে #আরবাননক্সাল বই স্বাক্ষরের স্থানটি কোয়েস্ট মল থেকে স্টারমার্ক বুক শপ, সাউথ সিটি মলে স্থানান্তরিত করা হয়েছে। আমাকে জানানো হয়েছে যেহেতু কোয়েস্ট মল একটি মুসলিম এলাকা, তাই এটি নিরাপদ নয়। আধুনিক বাংলার ট্র্যাজেডে।’

নিজের টুইটের পাশাপাশি বিজেপির মিডিয়া প্রধান অমিত মালব্যর দিন দুই আগে করা একটি পোস্ট তিনি পুনঃটুইট করেন। যেখানে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে স্থানীয় মুসলিম বালসিন্দারা কোয়েস্চ মলের ভিতরে ঢুকে এসেছে কারণ তাঁরা বাইরের গরমে ক্লান্ত।

বই স্বাক্ষর অনুষ্ঠানের স্থান বদল নিয়ে আরও একটি টুইট আসে বিবেকের থেকে। যেখানে লেখা হয়, ‘এটা খুব দুর্ঘাগ্যজনক ঘটনা যে ভারতের মধ্যে একজন ভারতীয় লেখককে একটি ভারতীয় মলে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ ওই স্থান ভারতীয় মুসলিমদের অধীনে। @মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের অনুমতি দিয়েছে একটি মল অপহরণ করে নিতে। আর আমার এই বইয়ের নামও হল আরবান নক্সাল।’

বিবেকের টুইটে খানিক সময়ের মধ্যেই প্রতিক্রিয়া আসে বাবুল সুপ্রিয়র থেকে, যেহেতু তিনি বালিগঞ্জের বিধায়ক এবং কোয়েস্ট মল এই এলাকায় অবস্থিত। বাবুল টুইট করেন, ‘প্রিয় @বিবেক অগ্নিহোত্রী, আপনি আমার চলচ্চিত্র সম্প্রদায়ের একজন সহকর্মী এবং আপনার স্ত্রী পল্লবীজির সঙ্গে আমার পরিচিতি দীর্ঘকাল ধরে। কোয়েস্ট মলটি আমার এমএলএ নির্বাচনী এলাকা #বালিগঞ্জে রয়েছে। আমার শুনে খারাপ লাগছে যে আপনার ইভেন্টটি এই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে, আপনার বলা কারণে।’

বিবেক অগ্নিহোত্রী ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন ভ্যাক্সিন ওয়ার সিনেমার কাজ। যা মুক্তি পাওয়ার কথা চলতি বছরে স্বাধীনতা দিবসের প্রাক্কালে, তাও আবার ১১টি ভাষায়। ভারতের করোনার টিকা নিয়ে এই সিনেমা বানিয়েছেন তিনি।

এই সিনেমার ব্যাপারে কথা বলতে গিয়ে বিবেক এর আগে জানিয়েছিলেন, ‘কেভিড ১৯ লকডাউনের সময় যখন কাশ্মীর ফাইলসের কাজ পিছিয়ে যায়, তখন আমি এটা নিয়ে গবেষণা করছিলাম। এরপর আমরা ICMR ও NIV-এর বিজ্ঞানীদের উপরে গবেষণা শুরু করি যাদের জন্য এই টিকা সম্ভবপর হয়েছে। তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের গল্প মনে জায়গা করে নেয়। এবং আমরা বুঝতে পারি কীভাবে এই মানুষগুলো শুধু বিদেশী সংস্থাগুলির সঙ্গে নয়, এমনকী আমাদের নিজেদের লোকেদের সঙ্গেও যুদ্ধ করেছিল। তবুও, আমরা দ্রুততম, সস্তা এবং নিরাপদ ভ্যাকসিন তৈরি করে পরাশক্তির বিরুদ্ধে জয়ী হয়েছি। আমি তখনই ভেবে রেখেছিলাম এই গল্পটি বলা উচিত যাতে প্রত্যেক ভারতীয় তাদের দেশ নিয়ে গর্ব অনুভব করতে পারে।’

বায়োস্কোপ খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.