বাংলা নিউজ > বায়োস্কোপ > দিল্লি দাঙ্গা : ফিল্মমেকার সবা দেওয়ান,রাহুল রায়কে সমন পাঠাল পুলিশ

দিল্লি দাঙ্গা : ফিল্মমেকার সবা দেওয়ান,রাহুল রায়কে সমন পাঠাল পুলিশ

পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়বেন সবা, রাহুল 

তথ্যচিত্র নির্মাতা-নির্দেশক সাবা দেওয়ান এবং রাহুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।
  • ফেব্রুয়ারি মাসে দিল্লি দাঙ্গার সঙ্গে জড়িত থাকবার অভিযোগে তাঁদের সমন করা হয়েছে।
  • সোমবার দিল্লি পুলিশের তরফে সমন পাঠানো হল ডকুমেন্ট্রি ফিল্মমেকার রাহুল রায় এবং সাবা দেওয়ানকে। ফেব্রুয়ারি সামে উত্তর-পূর্ব দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার মামলায় দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের প্রশ্নের মুখে পড়বেন এই দুই তথ্যচিত্র পরিচালক ও প্রযোজক। গতকালই জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদকে এই দাঙ্গার যড়যন্ত্রে জড়িত থাকবার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা রুজু করা হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা এই খবর নিশ্চিত করেছেন। এখনও পুলিশের সামনে হাজিরা দেননি তথ্যচিত্র প্রযোজক রাহুল রায় এবং পরিচালক সাবা দেওয়ান। এই দাঙ্গার সঙ্গে জড়িত পরিপূরক চার্জশিটেও না উল্লেখ করা হয়েছিল রাহুল রায়ের। তবে সেইখানে সাবা দেওয়ানের নামের উল্লেখ ছিল না। ওপর এক তদন্তকারী জানিয়েছেন এঁরা দুজনেই ‘দিল্লি প্রোটেস্ট সাপোর্ট গ্রুপ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য।

    এই প্রতিবেদন লেখবার সময় পর্যন্ত এই বিষয় নিয়ে ফোনে বা মেসেজে কোনওরকম উত্তর দেননি সাবা দেওয়ান।

    দ্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার তরফে অভিযোগ দিল্লি পুলিশ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় যুক্ত ব্যক্তিদের মনোবল ভেঙে দিতে ইচ্ছাকৃতভাবে দাঙ্গার সঙ্গে তাঁদের নাম জুড়ে দিচ্ছে। এই প্রসঙ্গে সংগঠনের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে- ‘আমরা সকলের সঙ্গে সহমর্মী, এই মামলায় সঙ্গে অন্যায় হচ্ছে বা যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। আমাদের দাবি সকলের উপর থেকে অভিযোগ প্রত্যাহার করা হোক এবং যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক’।

    বায়োস্কোপ খবর

    Latest News

    ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.