বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek Chatterjee: আবার বড়পর্দায় অভিষেক! আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর কোন ছবি দেখানো হবে জানেন

Abhishek Chatterjee: আবার বড়পর্দায় অভিষেক! আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর কোন ছবি দেখানো হবে জানেন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিষেক চট্টোপাধ্যায়ের সিনেমা দেখানো হবে। 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অভিষেক চট্টোপাধ্যায়ের ছবি। বহু বছর বাদে আবার বড়পর্দায় প্রয়াত অভিনেতা। 

২৫ এপ্রিল শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অতিমারির কারণে বারবার পিছিয়ে গিয়েছে উৎসবের সময়। অবশেষে ঠিক হল সময়টি। শনিবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হল, এ বছর শ্রদ্ধা জানানো হবে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে

এবছরও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ দিন ধরে ১০টি প্রেক্ষাগৃহে ৪১ টি দেশের ১৬০টি ছবি দেখানো হবে। এ বছরের ফিনল্যান্ডের ছবি উৎসবের মূল বিষয়। উৎসব শুরু হবে সত্যজিত রায়ের ‘অরন্যের দিনরাত্রি’ দেখিয়ে। উদ্বোধনী অনুষ্ঠান হবে নজরুল মঞ্চে। সমাপ্তি অনুষ্ঠান হবে রবীন্দ্র সদনে।

এ বছরের উৎসবের অনেক খানি অংশ জুড়ে আছেন সত্যজিৎ রায়। তাঁর ‘পথের পাঁচালী’, ‘পরশ পাথর’, ‘নায়ক’, ‘সোনার কেল্লা’-সহ আরও বেশ কিছু ছবি এভার দেখানো হবে। সত্যজিত রায়কে নিয়ে শ্যাম বেনেগালের তৈরি তথ্যচিত্রও দেখানো হবে এখানে।

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জাঁ পল বেলমন্দো, জাঁ ক্লদ ক্যারিয়ের, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্রা ভাবে ও সদ্য প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়কে।

১৯৮৬ সালে তরুণ মজুমদার পরিচালিত ‘পথভোলা’ ছবি দিয়ে সিনেমা জগতে যাত্রা শুরু করেন অভিষেক চট্টোপাধ্যায়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে সেই ছবি দেখানো হবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

 

বন্ধ করুন