জল্পনাই সত্যি! কথাতেই আছে যা রটে তার কিছু তো বটে! অবশেষে সত্যিটা জানিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাক্তন দম্পতি। ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন তাঁরা। নাতাশা ছেলে অগস্ত্যকে নিয়ে মুম্বই ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ডিভোর্সের খবর জানালেন হার্দিক।
অগস্ত্যকে নিয়ে আপতত সার্বিয়ায় রয়েছেন নাতাশা। হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ জানিয়েছেন তিন বছরের ছেলেে অগস্ত্যর অভিভাবকত্ব ভাগ করে নেবেন তাঁরা। বিচ্ছেদের কথা জানালেও আইনি পথে এখনই আলাদা হচ্ছেন কিনা তা স্পষ্ট করেননি দুজনে।
ইনস্টাগ্রাম পোস্টে তারকা ক্রিকেটার লেখেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, নিজেদের সর্বস্বটা দিয়েছি। কিন্তু… আমাদের মনে হয়েছে দুজনের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত’।
‘আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য আমরা একসঙ্গে উপভোগ করেছি এবং একটি পরিবার হিসাবে বেড়ে উঠেছি, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কঠিন ছিল’, বিবৃতিতে জানান প্রাক্তন জুটি।
নীচে ইনস্টাগ্রাম পোস্টটি দেখুন:
২০২০ সালে দুবাইয়ে নাতাসাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তারপরে লকডাউনে গোপনে বিয়ে করেছিলেন। ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক ও নাতাশা। একই বছরের ৩০ জুলাই এই দম্পতি তাদের ছেলে অগস্ত্যকে স্বাগত জানান। অর্থাৎ বিয়ের আগেই প্রেগন্যান্ট ছিলেন নাতাশা। ছেলের চার বছরের জন্মদিনের আগেই কঠিন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনলেন দুজনে।
ডিভোর্সের ঘোষণায় তাঁরা জানান, ‘অগস্ত্য আমাদের জীবনের আশীর্বাদপ্রাপ্ত, সে আমাদের দুজনের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে এবং আমরা তার সুখের জন্য যা কিছু করতে পারি তা নিশ্চিত করার জন্য আমরা সেটা অভিভাবক হিসাবে যৌথভাবে চেষ্টা করব’।
এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়ে, একান্ত সময় চেয়ে নিয়েছেন হার্দিক-নাতাশা। গত বছর উদয়পুরে খ্রিস্টান অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী হিন্দু আচারের মাধ্যমে দ্বিতীয়বার বিয়ে করেন হার্দিক- নাতাশা। অথচ বছর ঘুরতেই আলাদা হলেন! কেন টিকলো না হার্দিক-নাতাশার ভালোবাসার বিয়ে? দুজনের সাংস্কৃতিক ফারাকই কি কাল হল? ধন্দে অনুরাগীরা!