শুরু থেকেই মিঠাই আর সোমের অফস্ক্রিন রসায়ন জমজমাট। ট্রেন্ডিং গানে বহুবার ভাসুরের সঙ্গে তাল মিলিয়েছে মিঠাই। আসলে ধ্রুব আর সৌমিতৃষা দুজনেই দুর্দান্ত ডান্সার। সোম তো ‘ডান্স বাংলা ডান্স’-এর সঙ্গেই কেরিয়ার শুরু করেছিল। তাই সুযোগ পেলে ডান্স রিলস বানাতে দু-পা বাড়িয়ে ছোটপর্দার এই ভাসুর আর ভাই-বউয়ের জুটি।
মিঠাই ছেড়ে ধ্রুব দীর্ঘদিন ব্যস্ত ছিল ‘পিলু’ নিয়ে। তবে ‘পিলু’ শেষ হতেই মোদক পরিবারে ফিরে এসেছে বাড়ির বড় ছেলে। তারপর থেকেই অপেক্ষায় ছিল মিঠাই ভক্তরা। কবে আসবে মিঠাই আর সোমের ডান্স রিলস। অবশেষে অপেক্ষার পালা শেষ। শাহরুখ-দীপিকার ম্যাজিক রিক্রিয়েট করল সৌমিতৃষা আর ধ্রুবজ্যোতি। ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’ গানে উদ্দাম নাচল দুজনে।
ভিডিয়োয় সৌমিতৃষার দেখা মিলল কালো ক্রপ টপ আর বেগুনি রঙা প্যান্টে, ধ্রুব পরেছিলেন ক্যাজুয়াল হলুদ টি-শার্ট আর কালো প্যান্ট। পাঠানের হুক স্টেপ বরাবর ম্যাচ করলেন দুজনে। এই ভিডিয়োর ক্যাপশনে ধ্রুব লিখেছেন, ‘ট্রেন্ডিং সং’। ফ্য়ানেরা তো ফিদা এই নাচ দেখে। একজন লেখেন, ‘এতদিন তো মহাদেবের জন্য পার্বতীও তপস্যা করেনি। যতদিন তোমাদের নাচ দেখতে আমরা করলাম’। অপর এক নেটিজেন লেখেন, ‘কতদিন ধরে অপেক্ষা করছিলাম কবে তোমাদের দুজনের একটা রিল দেখতে পাবো,অবশেষে দেখতে পেলাম’।
এর আগে বহুবার সৌমিতৃষার সঙ্গে ডান্স রিল শেয়ার করেছেন ধ্রুব। দুজনের রসায়ন তো এতটাই জমজমাট বহুবার তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে, ‘তোমরা কি প্রেম করো?’ যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন দুজনেই। কিন্তু বাস্তব জীবনে দারুণ বন্ধু সৌমিতৃষা আর ধ্রুব। তাই শ্যুটিংয়ের ফাঁকে সময়-সুযোগ পেলে ট্রেন্ডিং গানে কোমর দোলাতে ভোলেন না তাঁরা, তবে এইবার একটু বেশিই সময় নিয়ে ফেললেন। কিন্তু কথায় আছে না, ‘সবুরে মেওয়া ফলে’। এবার তেমনটাই ঘটল মিঠাই ভক্তদের সঙ্গে।
গল্প অনুযায়ী মিঠাইয়ের সঙ্গে প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল সোমের সঙ্গে। কিন্তু সে শেষ মুহূর্তে বেঁকে বসলে মোদক বাড়ির কর্তা অর্থাৎ ‘দাদাই’-এর সম্মান বাঁচাতে মিঠাইকে বিয়ে করে সিদ্ধার্থ। অনেকে তো মিঠাই-সোমের অফস্ক্রিন রসায়ন দেখে মজা করে বলে, ‘মনে মনে সোম যে মিঠাইকে এত্তো ভালোবাসে সেটা তোর্সা জানে?’
আরও পড়ুন-মায়ের আঁচল ছেড়ে বাবুর উন্নতি! প্রেম দিবসে সবার সামনেই পর্ণাকে জড়িয়ে ধরল সৃজন
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)