বাংলা নিউজ > বায়োস্কোপ > ডায়াপার কেনার টাকা নেই, কাগজ ব্যবহার করছেন! কিডনির সমস্যায় FIR-খ্যাত ঈশ্বর ঠাকুর

ডায়াপার কেনার টাকা নেই, কাগজ ব্যবহার করছেন! কিডনির সমস্যায় FIR-খ্যাত ঈশ্বর ঠাকুর

আর্থিক সমস্যায় ভুগছেন অভিনেতা ইশ্বর ঠাকুর।

একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন ঈশ্বর ঠাকুর। তবে এখন শারীরিক পরিস্থিতির কারণে কাজ পুরো বন্ধ। সঙ্গে নিজের চিকিৎসা করানোর ক্ষমতাও আর নেই আর্থিক কারণে। ডায়াপারের বদলে খবরের কাগজ দিয়ে কাজ চালাচ্ছেন।

‘ভাবিজি ঘর পর হ্যায়’, ‘এফআইআর’-খ্যাত অভিনেতা ঈশ্বর ঠাকুর সম্প্রতি জানালেন কিডনির সমস্যায় ভুগছেন তিনি সঙ্গে আর্থিক পরিস্থিতিও খুবই খারাপ। অবস্থা এমন যে নিজের বা মায়ের জন্য ডায়াপার কেনার ক্ষমতাও তাঁর হচ্ছে না। 

একাধিক কমেডি শো-তে কাজ করেছেন ঈশ্বর। যার মধ্যে রয়েছে মে আই কাম ইন ম্যাডাম, জিজাজি ছাদ পর হ্যায়। তবে বর্তমানে খারাপ শারীরিক পরিস্থিতির জন্য কাজ করাই তাঁর পক্ষে মুশকিলের হয়ে পড়েছে। জানিয়েছেন পা ফুলে গিয়েছে, প্রস্রাব আটকাতে পারেন না। কাগজ ও পুরনো সংবাদপত্র দিয়ে কাজ চালান।

আজতক-কে এই অভিনেতা জানান, ‘আমার কাছে ডায়াপার কেনারও টাকা নেই। পুরনো সংবাদপত্র ব্যবহার করছি সেই জায়গায়। ভালো ডাক্তারকে দিয়ে নিজের চিকিৎসা করানোর ক্ষমতাও নেই। এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাচ্ছিলাম। এখন টাকার অভাবে সেটাও বন্ধ রাখতে হয়েছে।’

সঙ্গে যোগ করেন, ‘আমার অবস্থা খুব খারাপ। এর থেকে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু মা আর ভাইকেও তো এই পরিস্থিতিতে ছাড়তে পারব না।’

ঈশ্বর আরও জানিয়েছেন সেই করোনা লকডাউনের সময় থেকে বিছানায় শয্যাশায়ী তাঁর মা। বিছানাতেই মলমূত্র ত্যাগ করে। তাঁর ভাই স্কিৎজোফ্রেনিয়ার রোগী। এখন রেখেছেন এক আশ্রমে। সঙ্গে মেনে নিয়েছেন, গত কয়েকবছরে তাঁর বহু সহকর্মীই তাঁকে আর্থিক সাহায্য করেছে। কিন্তু অর্থাভাব কাটেনি। সোনু সুদের ফাউন্ডেশনের তরফেও সাহায্য পেয়েছেন।

 

বন্ধ করুন