বাংলা নিউজ > বায়োস্কোপ > ডাক্তারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, পুলিশি মামলা দায়ের সুনীল পালের বিরুদ্ধে

ডাক্তারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, পুলিশি মামলা দায়ের সুনীল পালের বিরুদ্ধে

কৌতুক শিল্পী সুনীল পাল। ছবি সৌজন্যে - ট্যুইটার

কৌতুক শিল্পী সুনীল পালের জোকস শুনে হাসি ফুটে ওঠেনি এমন দর্শক-শ্রোতা বিরল। এবার ডাক্তারদের নিয়ে এক বিতর্কিত মন্তব্যের জেরে পুলিশি মামলা দায়ের করা হলো সুনীলের বিরুদ্ধে।

বরাবরই তাঁর কথা দর্শকদের হাসির কারণ হয়ে এসেছে। তাঁর বলা জোকস শুনে মন ভালো হয়েছে সবার। এনার সেই জনপ্রিয় কমেডিয়ান সুনীল পালের করা একটি মন্তব্যের জেরে চটেছেন চিকিৎসকের দল। এমনকি পুলিশি মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে এই শিল্পীর বিরুদ্ধে। সম্প্রতি,করোনা পরিস্থিতিতে ডাক্তারদের ভূমিকা নিয়ে একটি মন্তব্য করেন এই কৌতুক শিল্পী। রীতিমতো ডাক্তারদের ভূমিকা নিয়ে তাঁদের 'কাঠগড়া'-য় দাঁড় করিয়েছেন সুনীল। তিনি বলেন,' চিকিৎসকরা সাধারণত ঈশ্বরের রূপ হন তবে বর্তমানে তাঁরা শয়তানের রূপ ধারণ করেছেন। এই করোনার সময় চিকিৎসকদের এই ভয়ঙ্কর রূপ সবার সামনে এসেছে।' এখানেই না থেমে চিকিৎসকদের উদ্দেশে এই কৌতুক শিল্পীর তোপ,'৯০ শতাংশ চিকিৎসকরাই চোর এবং শয়তান। রোগীদের ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে টাকা লুঠ করছেন তাঁরা। অক্সিজেন ও বেডের অভাবের কথা বলে রোগীদের ভয়ে জুবুথুবু করে রাখছেন তাঁরা!' সুনীলের এই মন্তব্যেই বিতর্কের ঝড় ওঠে নেটদুনিয়া থেকে শুরু করে চিকিৎসক মহলে। তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের অন্ধেরি থানায় ভারতীয় দন্ডবিধির ৫০০ ও ৫০৫ ধারায় পুলিশি মামলা দায়েরও করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত সুনীলের কাছে পুলিশের তরফে কোনও নোটিশ আসেনি বলেই খবর।

তবে গোটা ঘটনার প্রসঙ্গে সুনীল জানিয়েছেন তিনি এখনও তাঁর মন্তব্যে অনড়। তিনি বলেছেন যে তাঁর মন্তব্য সব চিকিৎসকদের বিরূদ্ধে না। ৯০ শতাংশদের উদ্দেশে করা। তাহলে যেসব চিকিৎসকরা নিজেদের পেশায় সৎ তাঁদের তো খারাপ লাগার কথা নয়। তবে তাঁর বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানিয়েছেন এই কমেডিয়ান।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম! বিরাট-স্মিথদের পিছনে ফেলে অনন্য নজির জো রুটের ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল বৃহস্পতিতে ১০ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কখন বৃষ্টি নামবে? পরে আরও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.