বাংলা নিউজ > বায়োস্কোপ > আপত্তিকর ভিডিয়ো দেখানোয় আইনি ঝামেলা, FIR দায়ের হল রাখি ও তাঁর আইনজীবীর নামে

আপত্তিকর ভিডিয়ো দেখানোয় আইনি ঝামেলা, FIR দায়ের হল রাখি ও তাঁর আইনজীবীর নামে

ফের আইনি ঝামেলায় জড়ালসেন রাখি সাওয়ান্ত। 

মুম্বইয়ের এক থানায় এফআইআর দায়ের হল রাখি ও তাঁর আইনজীবীর নামে আপত্তিকর ভাষা ও ভিডিয়ো দেখানোর কারণে। এক অভিনেত্রী এই অভিযোগ দায়ের করেছেন বলেই খবর পুলিশসূত্রে। 

ফের আইনি ঝামেলায় জড়ালেন রাখি সাওয়ান্ত। মুম্বইয়ে রাখি ও তাঁর আইনজীবী ফাল্গুনী ব্রাহ্মভট্টর নামে এফআইআর দায়ের হয়েছে। এএনআই-অনুসারে এক পাবলিক কনফারেন্সে রাখি ও ফাল্গুনী আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন ও ভিডিয়ো দেখিয়েছেন। আইপিসি-র ৩৫৪এ, ৫০০, ৫০৪, ৫০৯ এবং আইটি অ্যাক্ট ৬৭এ অনুসারে অভিযোগগুলি তোলা হয়েছে। 

এএনআই-এর টুইট অনুসারে, ‘এক অভিনেত্রীর অভিযোগ আনুসারে রাখি সাওয়ান্ত ও অ্যাডভোকেট ফাল্গুনী ব্রাহ্মভট্টর নামে আইপিসি ও আইটি অ্যাক্টের একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ এক প্রেস কনফারেন্সে তাঁরা আপত্তিকর ভিডিয়ো দেখান ওই অভিনেত্রীর ও আপত্তিকর ভাষাও প্রয়োগ করেন: মুম্বই পুলিশ।’

আপাতত রাখি খবরে আছেন শার্লিন চোপড়ার সঙ্গে তাঁর ঝামেলার কারণে। যবে থেকে শার্লিন মুখ খুলেছেন সাজিদ খানের বিরুদ্ধে, প্রশ্ন তুলেছেন তাঁর মতো ‘যৌন হেনস্থাকারী’-কে কেন বিগ বসে ডাকা হল, তবে থেকেই রাখিও শুরু করেছেন প্রতিবাদ। আপাতত সাজিদ খানের থেকে ফোকাস সরে গিয়ে পুরোটাই পৌঁছে গিয়েছে ব্যক্তিগত আক্রমণের স্তরে। দুই নায়িকা একে-অন্যের নামে সমানে মন্তব্য করে চলেছেন মিডিয়ায়। 

১৯৯৭ সালের সিনেমা অগ্নিচক্র দিয়ে বলিউডে ডেবিউ করেন রাখি। এরপর তিনি একাধিক সিনেমায় সাপোর্টিং ক্যারেক্টর হিসেবে দেখা দিয়েছেন। তবে সবচেয়ে বেশি হিট হন মিকাকে নিয়ে বিতর্কে। তারপরই যোগ দেন বিগ বসে। ঝুমকা গিরা রে, পরদেশিয়া ইয়ে সচ হ্যায় পিয়া, ছপ্পন ছুড়ি-র মতো ডান্স নম্বরও উপহার দিয়েছেন তিনি। তবে সবচেয়ে ভালোবাসেন বিতর্কে থাকতে। তাই শাহরুখ থেকে সলমন, মোদী থেকে রাহুল গান্ধি, সব নিয়েই করে বসেন আলটপকা মন্তব্য। আর তারপরই শুরু হয় বিতর্কের ঝড়। 

 

বন্ধ করুন