বাংলা নিউজ > বায়োস্কোপ > FIR on Shah Rukh Khan's wife Gauri Khan: ‘বিশ্বাসভঙ্গ’ করেছেন গৌরী খান, শাহরুখের বউ-এর নামে দায়ের হল এফআইআর

FIR on Shah Rukh Khan's wife Gauri Khan: ‘বিশ্বাসভঙ্গ’ করেছেন গৌরী খান, শাহরুখের বউ-এর নামে দায়ের হল এফআইআর

শাহরুখের বউ গৌরীর নামে দায়ের হল এফআইআর। 

বুধবার লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান-সহ মোট তিনজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। দাবি, ৮৬ লক্ষ টাকা নিয়েও ফ্ল্যাট দেওয়া হয়নি।

আইনি বিপাকে পড়লেন শাহরুখ খানের স্ত্রী। বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে প্রযোজক-ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। খবর, মুম্বইয়ের জসওয়ান্ত শাহ নামে এক ব্যক্তি এই মামলা রুজু করেছেন।

বুধবার লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান-সহ মোট তিনজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এই এফআইআর। শাহরুখ পত্নী ছাড়াও নাম রয়েছে তুলসিয়ানি গ্রুপ'-এর ম্যানেজিং ডিরেক্টর অনিল তুলসিয়ানি ও ডিরেক্টর মহেশ তুলসিয়ানির।

অভিযোগকারীর দাবি, গৌরী যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, সেই সংস্থা তাঁর কাছ থেকে ৮৬ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু এখনও ফ্ল্যাট দিতে পারেনি। লখনউয়ের সুশান্ত গলফ সিটি এলাকায় তুলসিয়ানি গলফ ভিউয়ে অবস্থিত এই ফ্ল্যাটটি। শুধু তাই নয়, যে ফ্ল্যাটটির বুকিং তিনি করেছেন তা অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে।

পুলিশকে জসওয়ান্ত শাহ জানিয়েছেন, ‘২০১৬ সালে ফ্ল্যাটের চাবি আমাকে দিয়ে দেওয়া হবে বলা হয়েছিল। সেই বলা সময় থেকে কয়েক বছর পেরিয়ে গেলেও আমি ফ্ল্যাটের চাবি হাতে পাইনি। পরে জানতে পারি, আমার যে ফ্ল্যাটটি কেনার কথা সেই চুক্তিপত্র অন্য আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।’ 

সঙ্গে এই ব্যক্তি আরও জানান, বিজ্ঞাপনে শাহরুখ খানের বউকে দেখে প্রভাবিত হয়েই তিনি এই ফ্ল্যাটটি বুক করেছিলেন। আর তাই নিজের করা এফআইআরে নাম রেখেছেন গৌরী খানের। 

বড় বড় তারকাদের বাড়ির অন্দরসজ্জা করে থাকেন গৌরী। সঙ্গে শাহরুখের সঙ্গে কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনে। নিজেও কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। সঙ্গে রেড চিলিজ এন্টারটেনমেন্টের সহ-প্রযোজকও তিনিই। শাহরুখের পরের সিনেমা ‘জওয়ান’ আসছে এই প্রযোজনা সংস্থা থেকেই। এদিকে পাঠান তো সুপার ডুপার হিট। প্রায় ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। আশা করা হচ্ছে, জওয়ানের ক্ষেত্রেও এই ট্রেন্ড বজায় থাকবে। বছরশেষে আবার আসার কথা রয়েছে শাহরুখের চলতি বছরের তৃতীয় ছবি ‘ডাঙ্কি’-র।

 

বায়োস্কোপ খবর

Latest News

কর্মবিরতি তুলতে SC-র ডেডলাইনের পালটা, রাজ্যকেই সময় বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা জিতলেই খেতাব নিশ্চিত ছিল, সিরিয়ার কাছে হেরে ইন্টারকন্টিনেন্টাল কাপে লাস্টবয় ভারত 'পুজোয় ফিরে আসুন', জনতার উদ্দেশে আর্জি মমতার আরজি কর কাণ্ডের একমাস পর এখনও ধৃত সঞ্জয়ই মূল অভিযুক্ত! কীভাবে এগিয়েছে CBI? আতঙ্কের বাংলাদেশ! সুনীলের জন্ম ভিটে দখল করল বিএনপি নেতা,লাইব্রেরি ভেঙে হল গুদাম ‘দিদি টাকা তখনই নেব যখন…’ মমতাকে যোগ্য জবাব দিলেন নির্যাতিতা চিকিৎসকের মা ‘দয়া করে……’, রাজ্য কর্মচারীদের কড়া বার্তা মমতার! ২ লাইনেই বুঝিয়ে দিলেন সবকিছু অশ্বিনের কার্বন কপি! টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবিরে ডাক পাওয়া কে এই হিমাংশু সিং? আগামিকাল ললিতা সপ্তমী, কে হন তিনি? রাধারানীর প্রিয় ললিতা-পুজো মাহাত্ম্য রইল আরজি কর মামলায় কি দুটি FIR হয়েছিল? চালান কোথায়? ময়নাতদন্তে নর্থবেঙ্গল লবি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.