ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল মধ্যপ্রদেশ পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগে নেটফ্লিক্সে দুই এক্সিকিউটিভের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত অক্টোবের মুক্তি পাবে মীরা নায়ারের সিরিজ ‘আ সুইটেবল বয়’কে ঘিরে। সিরিজেরএকটি এপিসোডে তিন বার মন্দির প্রাঙ্গনে চুম্বনের দৃশ্য প্রদর্শন করেছে।
এই ঘটনায় রীভা থানায় নেটফ্লিক্সের বিরুদ্ধে আগেই লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন বিজেপি নেতা গৌরব তিওয়ারি। এই বিষয় নিয়ে পুলিশকে যথাযথ তদন্তের নির্দেষ দিয়েছিলেন মধ্যপ্রদশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্রা। সেইমতো এবার দায়ের হল এফআইআর। পুলিশ জানিয়েছ মনিকা সেরগিল, ভাইস প্রেসিডেন্ট-কনটেন্ট (নেটফ্লিক্স) এবং অম্বিকা খুরানার,ডিরেক্টর, পাবলিক পলিসিস (নেটফ্লিক্স)-এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
বিজেপি যুব মোর্চার নেতা গৌরব তিওয়ারির অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের হয়েছে বলে জানান রাজ্যের গৃহমন্ত্রী। গৌরবের দাবি অবিলম্বে নেটফ্লিক্স কর্তৃপক্ষকে ওই ‘আপত্তিকর’ দৃশ্য সিরিজ থেকে বাদ দিতে হবে। এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।কারণ ওই দৃশ্য ‘লভ জেহাদ’-কে প্রমোট করছে বলে দাবি তুলেছেন গৌরব তিওয়ারি।
ভিডিয়ো বার্তায় মন্ত্রী নরোত্তম মিশ্রা জানান, ‘আমি অভিযোগের ভিত্তিতে আধিকারিকদের নেটফ্লিক্সের আ সুইটেবল সিরিজের নির্দিষ্ট এপিসোডের দৃশ্যগুলি খতিয়ে দেখতে বলেছিলাম। জানতে চেয়েছিলাম সেগুলি মন্দিরে শ্যুট হয়েছে কিনা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে সেগুলি একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত দিচ্ছে’।
ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) ধারায় মামলায় রুজু হয়েছে মনিকা সেরগিল এবং অম্বিকা খুরানার বিরুদ্ধে। ইচ্ছাকৃতভাবে একটি ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত হানা এবং ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
রীভার এসপি রাকেশ কুমার সিং জানিয়েছেন, বিস্তারিত তদন্ত করে দেখা হবে।
বিক্রম শেঠের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে মীরা নায়ারের টিভি সিরিজ ‘অ্যা স্যুটেবল বয়’। বিসিসিতে সম্প্রচারিত হওয়ার পর গত ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় এই সিরিজ। ছয় এপিসোডের এই সিরিজ সদ্য স্বাধীন ভারতের (১৯৫১) প্রেক্ষাপটে তৈরি। কয়েকটি পরিবারের কাহিনি উঠে এসেছে এই সিরিজে, যাঁরা নিজেরের বিবাহযোগ্য কন্যার জন্য একজন যোগ্য পাত্র খুঁজছেন।
টুইটারেও নেটফ্লিক্সের এই সিরিজ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। নেটিজেনদের একটা অংশ টুইটারে নেটফ্লিক্স বয়কটের ডাক তুলেছে।