অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। আমির খানের দঙ্গল কন্যার বাড়িতে আগুন লাগে বৃহস্পতিবার রাতে। ইনস্টাগ্রামে নিজে এই খবর জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের ফায়ার ডিপার্টমেন্টকে অশেষ ধন্যবাদ জানান নায়িকা। আগুন লাগার সময় বাড়িতেই ছিলেন ফাতিমা।
দমকলের একটি ইঞ্জিনের ছবি পোস্ট করে ফতিমা লেখেন- ‘বৃহস্পতিবার গভীর রাতে আমার বাড়িতে আগুন লেগেছিল এবং প্রচন্ড প্যানিকের মধ্যে আমি ফায়ার ডিপার্টমেন্টে ফোন করি, কোনও সময় নষ্ট না করে তাঁরা বাড়িতে হাজির হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মুম্বইয়ের ফায়ার ব্রিগেডকে অশেষ ধন্যবাদ’।
তবে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেননি অভিনেত্রী। কীভাবে এই আগুন লাগল তা অনিশ্চিত। সূত্রের খবর শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে, তবে দ্রুত দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। ফাতিমাকে শেষ দেখা গিয়েছে অনুরাগ বসুর নেটফ্লিক্স অরিজিন্যাস ছবি ‘লুডো’ এবং অভিষেক শর্মার ‘সূরজ পে মঙ্গল ভারি’তে।