একতা কাপুরের অন্যতম হিট শো, জি টিভির কুমকুম ভাগ্যর সেটে আগুন লাগল শনিবার বিকালে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই আগুনের ভিডিয়ো। সূত্রের খবর, শট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই এই আগুনে। শীঘ্রই দমকল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত এই আগুন নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি একতা কাপুর বা টিমের তরফে। জানা গিয়েছে সুরক্ষিত রয়েছেন কুমকুম ভাগ্যের সমস্ত কলাকুশলীরা। অল্পের জন্য রক্ষা পান সিরিয়ালের দুই লিড কাস্ট শাব্বির ও স্মৃতি। তবে সম্পত্তির বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমকুম ভাগ্যর সেটে আগুন লাগার জেরে শুধু কুমকুম ভাগ্য নয় শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে কসৌটি জিন্দেগি'র সেটেও। কারণ ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত বালাজি টেলিফিল্মেসের এই দুটি সেট।
আগুন লাগবার সময় সেটেই উপস্থিত ছিলেন কুমকুম ভাগ্যর লিড কাস্ট শাব্বির আলুওয়ালিয়া এবং স্মৃতি ঝা। ছিলেন মুগ্ধা চাপেরকার সহ অনান্য শিল্পীরাও। সূত্রের খবর এদিন বিকাল চারটে নাগাদ আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। এরপর দ্রুত শ্যুটিং ফ্লোর খালি করে শ্যুট বন্ধ করা হয়। আপতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গিয়েছে।