Bigg Boss: সলমনের বিগ বসের সেটে আগুন, দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে এল পরিস্থিতি
1 মিনিটে পড়ুন . Updated: 14 Feb 2022, 08:20 AM IST- ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
রবিবাসরীয় দুপুরে আচমকাই দুর্ঘটনা বিগ বসের সেটে। আগুন লেগে গেল সলমন খানের রিয়ালিটি শো-এর সেটে। মুম্বইয়ের গোরেগাঁও-এর ফিল্ম সিটিতে অবস্থিত বিগ বসের এই সুবিশাল সেট। দমকলের চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে দৌড়ায় আগুন নেভাতে।
বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা জানিয়েছেন ঘটনায় হাতহাতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল সেই কারণও এখনও স্পষ্ট নয়। ‘বিগ বস ১৫’-এর গ্র্যান্ড ফিনালে টিভিতে সম্প্রচারিত হয় ৩০ জানুয়ারি। তারপর থেকে ফাঁকাই ছিল বিগ বসের ওই ঘর। এর মাঝেই ঘটল বিপত্তি।
চলতিবার বিগ বসের ট্রফি জিতেছেন তেজস্বী প্রকাশ। বিগ বসের ট্রফির পাশাপাশি ৪০ লক্ষ টাকা নগদও ঘরে নিয়ে গিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে ফাইনালে তেজস্বীকে জোর টক্কর দিয়েছেন করণ কুন্দ্রা, প্রতীক সহজপাল, শমিতা শেট্টিরা।
ফিনালে চলাকালীনই চ্যানেল কর্তৃপক্ষ সামনে আনে তেজস্বী হতে চলেছে চ্যানেলের সুপারহিট শো ‘নাগিন’-এর নতুন মুখ। ইচ্ছাধারী নাগিনের এই কল্প-কাহিনির ষষ্ঠ সিজনের সম্প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।