হুইল চেয়ারে বসে রয়েছেন শোলাঙ্কি রায়। তৃণা সাহার সঙ্গে পাহাড়ের ট্রিপ ফেলে রেখে এসে অভিনেত্রীর যত্ন নিচ্ছেন নীল ভট্টাচার্য। এদিকে আবার গর্ভবতীও বটে শোলাঙ্কি। নীলের হবু সন্তানের মা হতে চলেছেন তিনি। এতটুকু পড়েই ঘাবড়ে গিয়েছেন? তাহলে জানাই একই সঙ্গে বাড়িতে শোলাঙ্কির জন্য অপেক্ষা করে আছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সাজানো সংসার। ভাবছেন ব্যাপারটা কী? কী এসব? তাহলে জানাই, ঘাবড়াবেন না। এসব কিছুই না। বরং দেবালয় ভট্টাচার্যের আগামী সিরিজের প্লট।
আসছে বোকা বাক্সতে বন্দি
দেবালয় ভট্টাচার্য তাঁর নতুন সিরিজ নিয়ে আসতে চলেছেন। আর সেই সিরিজের নাম বোকা বাক্সতে বন্দি। হইচইতে দেখা যাবে এই সিরিজ। তবে তার আগে এদিন এই প্ল্যাটফর্মের তরফে প্রকাশ্যে আনা হল সিরিজের ফার্স্ট লুক। কোন অভিনেতাকে কেমন বেশে দেখা যাবে সেটাও দেখা গেল এদিন।
বোকা বাক্সতে বন্দি সিরিজে মুখ্য ভূমিকায় থাকবেন শোলাঙ্কি রায়, নীল ভট্টাচার্য, সৌম্য বন্দ্যোপাধ্যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় থাকবেন অলিভিয়া সরকার, মৌসুমী সাহা, প্রমুখ। এদিনে হইচইয়ের তরফে একাধিক ছবি প্রকাশ্যে এনে লেখা হয়, ‘আসছে মেগা সিরিয়াল! তোমরা তৈরি?’
কী দেখা যাবে এই সিরিজে
বোকা বাক্সতে বন্দি সিরিজে শোলাঙ্কি রায় একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করবেন। নীল হলেন তাঁর অনস্ক্রিন স্বামী। আর বাস্তবে সৌম্য বন্দ্যোপাধ্যায় হল তাঁর স্বামী। কিন্তু এই রিল আর রিয়েল যখন মিলেমিশে একাকার হয়ে যাবে তখন কী ঘটে সেটা নিয়েই এই সিরিজ। এটি একটি থ্রিলার সিরিজ হতে চলেছে। বলাই বাহুল্য এই সিরিজের পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজে প্রথমবার জুটি বাঁধবেন নীল এবং শোলাঙ্কি।