'ফেলুদা' 'ব্যোমক্যাশ' নয় এবার বইয়ের পাতা থেকে বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র ‘রাপ্পা রায়’। পর্দায় আসছে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন। রাপ্পা রায়' -এর চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে।
তিনি ছাড়াও এই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরীরাও গুরুত্বপূর্ণ সব চরিত্রে। কিছুদিনের মধ্যেই ছবির শ্যুটিং শুরু হবে। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সব কিছু নিয়ে এই ছবি ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’।
আরও পড়ুন: বাংলাদেশের দুই নারীকে বিয়ে, ধর্মও বদলেছিলেন, সেদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে কী লিখলেন কবীর সুমন?
ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যদিকে গল্পের অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্র বিখ্যাত অভিনেত্রী ‘ডলফিন’ -এর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে।
আরও পড়ুন: ‘বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, অথচ সেটা নিয়ে এখানে কোনও আন্দোলন নেই…’ কলকাতায় বললেন কঙ্গনা
'রাপ্পা রায়'-কে নিয়ে কাজের প্রসঙ্গে পরিচালক ধীমান বর্মন বলেছেন, ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকেই ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছুই থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি ছবির শ্যুটিং শুরু করে দেব। ছবিতে রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায় কে আশা করছি দর্শকদের ভালো লাগবে।'
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৪০০ কোটি আয়ের পর এবার দেশেও ২৫০ কোটির গণ্ডি পার ভুল ভুলাইয়া ৩-র! কী হাল সিংঘম এগেনের?
আরও পড়ুন: ‘কিউ কি তুম ধরকন…’! ক্রিকেটার থেকে গায়ক, জাভেদ আলির সঙ্গে গলা মিলিয়ে গাইলেন সৌরভ
‘ধীমান বর্মন প্রোডাকশনস’ -এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। ছবির সিনেমাটোগ্রাফি করছেন অনুজিৎ কুন্ডু, মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। ছবির শ্যুটিং হবে কলকাতা শহরে ও কলকাতার বাইরে। খুব তাড়াতাড়ি ছবির শ্যুটিং শুরু হবে। এখন দেখার পালা ফেলুদা, ব্যোমকেশ বক্সী পর রহস্যপ্রেমী বাঙালির প্রিয় গোয়েন্দার তালিকায় বইয়ের পাতার মতো পর্দাতেও মন জয় করে নিতে পারেন কিনা ‘রাপ্পা রায়’।