মঙ্গলবার প্রেম দিবসের দিন Ask SRK সেশন নিয়ে টুইটারে এসেছিলেন শাহরুখ খান। যেখানে ছবির জন্য নতুন অফার এলে কী করেন থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে, ভক্তদের একাধিক প্রশ্নের জবাব দিলেন। কথা বললেন রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়ে। সঙ্গে আয়ুষ্মান খুরানাকে শুভেচ্ছা জানালেন তাঁর ‘ড্রিম গার্ল ২’-এর জন্য।
Ask SRK-তে এক ভক্ত শাহরুখের কাছে জানতে চান, ‘প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে কী উপহার দিয়েছিলেন আপনি গৌরী ম্যামকে?’ তার জবাবে কিং খান লিখলেন, ‘আমার যদি ঠিকভাবে মনে থাকে, যদিও ৩৫ বছর হয়ে গেছে, তাহলে একটা গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল।’
১৯৯১ সালে গৌরীকে বিয়ে করেন শাহরুখ। তখন সবে কাজ করছেন টিভিতে, প্রথম ছবিও আসেনি বাজারে। কেরিয়ারের সব ওঠাপড়ায় বরের পাশে ঢাল হয়ে থেকেছেন তিনি। বিয়ের ৬ বছর পর ১৯৯৭ সালে জন্ম হয় বড় ছেলে আরিয়ানের। ঠিক তার তিন বছর পর ২০০০ সালে জন্ম সুহানার। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রাহামের।
আরেক ভক্ত আবার মজার ছলে শাহরুখের কাছে প্রশ্ন রাখেন, ‘পাঠানের অ্যাবস কি এখনও আছে স্যার? নাকি বাটার চিকেন সব নষ্ট করে দিয়েছে।’ তাতে এসআরকে-র জবাব, ‘আমার বেবি টাইগার শ্রফ যেমন বলেছে, অন্যদের আসে না। আর আমার যেতে চায় না।’
একজন ডাঙ্কি ছবিতে রাজকুমার হিরানির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে শাহরুখ জবাব দেন, ‘ওর সঙ্গে কাজ করা একটা স্বপ্নের মতো। অনেক কিছু শিখেছি। আমি সত্যিই ভাগ্যবান আর সে খুব মজাদার।’
এদিকে পাঠান সলমন খানের বজরঙ্গি ভাইজান (২০১৫) এবং আমির খানের সিক্রেট সুপারস্টার (২০১৭)-কে পরাজিত করে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে। যশ রাজ ফিল্মসের মতে ছবিটি এখনও পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৯৪৬ কোটি মোট। শাহরুখের এই বছর আরও দুটি মুক্তি পাওয়ার কথা। নয়নতারার সঙ্গে আটলির জওয়ান এবং তাপসী পান্নুর সঙ্গে রাজকুমার হিরানির ডাঙ্কি৷