5 Upcoming Web Series: ২০২৩ সালে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। তবে কোন ওয়েব সিরিজগুলোর জন্য সকলেই অপেক্ষা করে আছে?
1/6একটা দুর্দান্ত বছর উপহার দেওয়া পর ২০২৩ সালে আরও একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হল টলিউড। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে একাধিক নতুন ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। এর মধ্যে আছে ‘ইন্দু ২’, ‘গ্যাংটকে গন্ডগোল’, ইত্যাদি। তবে ২০২৩ সালে দর্শকরা কোন ওয়েব সিরিজগুলোর জন্য অপেক্ষা করে আছেন, কোন ওয়েব সিরিজের ট্রেলার বা পোস্টার নজর কাড়ল? দেখুন ওটিটি প্লে কোন সেরা পাঁচ ওয়েব সিরিজকে বেছে নিল।
2/6ইশা সাহা অভিনীত ‘ইন্দু ২’ মুক্তি পেতে চলেছে হইচইতে। এই ওয়েব সিরিজের প্রথম ভাগ একটি দারুন টানটান উত্তেজনায় ভরপুর জায়গা শেষ হয়েছে। ফলে সকলেই এখন এই সিরিজের দ্বিতীয় ভাগের দিকে তালিকা।
3/6২০১৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘প্রলয়’, তারপর অনেকগুলি বছর কেটে গেছে। এবার আরও একবার প্রলয় আসছে ওয়েব দুনিয়ায়। জি ফাইভে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’। মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, জুন মালিয়া, প্রমুখকে।
4/6কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসটি এমনই দারুন জনপ্রিয়তা অর্জন করেছে। এবার সেই গল্পই দেখা যাবে ওয়েব দুনিয়ায়। নাম ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁকে এই চরিত্রে কেমন মানায়, কেমন অভিনয় করেন তিনি সেটা দেখার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।
5/6ফেলুদা মানেই বাঙালির আবেগ। আর আরও একবার সেই আবেগকে তুলে ধরতে ফেলুদা হিসেবে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। জি ফাইভে অরিন্দম শীলের ‘সাবাস ফেলুদা’য় দেখা যাবে অভিনেতাকে। এবারের গল্প গ্যাংটকে গন্ডগোলের উপর ভিত্তি করে বানানো হয়েছে।
6/6ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘ছোটলোক’ আসছে জি ফাইভে। এখানে টলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতাদের দেখা যাবে। এঁদের মধ্যে আছেন দামিনী বেণী বসু, প্রিয়াঙ্কা সরকার, ইন্দ্রানী হালদার, প্রমুখ।