বাংলা নিউজ > বায়োস্কোপ > Folk singer Nira Chhantyal died: নেপাল বিমান দুর্ঘটনায় নিহত লোকশিল্পী নীরা ছান্তিয়াল

Folk singer Nira Chhantyal died: নেপাল বিমান দুর্ঘটনায় নিহত লোকশিল্পী নীরা ছান্তিয়াল

বিমান দুর্ঘটনায় নিহত লোকশিল্পী নীরা ছান্তিয়াল

Nepal Plane Crash: নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান দেহ শনাক্ত করে নিশ্চিত করেছেন। জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন লোকশিল্পী নীরা ছান্তিয়াল। পথে বিমান দুর্ঘটনায় মারা যান তিনি।

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত লোকশিল্পী নীরা ছান্তিয়াল। রবিবার নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। পোখরায় সেই দুর্ঘটনায় প্রায় হারান এই লোকশিল্পী।

নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান দেহ শনাক্ত করে নিশ্চিত করেছেন। জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন লোকশিল্পী নীরা ছান্তিয়াল। যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যান। নীরা মৃত্যুর আগে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’

আরও পড়ুন: ‘অমিতাভ বচ্চন প্রতিদিন বাবার স্বাস্থ্যের খোঁজ নিতেন’, অকপট রাজু শ্রীবাস্তব কন্যা

জানা গিয়েছে, বিমানকর্মী এবং যাত্রী সহ বিমানে মোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, ২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানে ছিলেন। বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। টেক অফের ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24 অনুসারে, দুর্ঘটনার কবলে পড়া ATR72 বিমানটির বয়স ছিল ১৫ বছর। ATR72 হল টুইন ইঞ্জিন টার্বোপ্রপ এয়ারলাইনার। এয়ারবাস এবং ইতালির লিওনার্দো যৌথ উদ্যোগে তৈরি করে এই বিমান। ইয়েতি এয়ারলাইন্সের কাছে মোট ছয়টি ATR72-500 বিমান রয়েছে।

বন্ধ করুন