বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Alia daughter: বার্সা ফ্যান একরত্তি রাহা! রালিয়া-র কাছে বিশেষ বার্তা এল এই ফুটবল ক্লাবের তরফে

Ranbir-Alia daughter: বার্সা ফ্যান একরত্তি রাহা! রালিয়া-র কাছে বিশেষ বার্তা এল এই ফুটবল ক্লাবের তরফে

বার্সালোনার জার্সির গায়ে লেখা, ‘রাহা’

Ranbir-Alia daughter: ফুটবল মরশুমে অভিনব কায়দায় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া। নার্সারির দেওয়ালে বার্সালোনা জার্সির গায়ে লেখা ‘রাহা’। আর এই খবরও গিয়ে পৌঁছেছে বার্সেলোনা ক্লাবের কাছে।

অভিনেতা রণবীর কাপুরের ফুটবল প্রীতির কথা কারও অজানা নয়। নিজের অভিনয়ের ব্যস্ত শিডিউলের ফাঁকে ফুটবল পায়ে মাঠে দৌঁড়ান অভিনেতা। আর এই ফুটবল মরশুমে অভিনব কায়দায় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া।

বার্সালোনার ফ্যান রণবীর। মেয়ের নার্সারির দেওয়ালে বাঁধানো এই স্পেনের এই ফুটবল টিমের ছোট্ট জার্সির ছবি। জার্সির গায়েই লেখা, ‘রাহা’। রণবীর-আলিয়া আদর করে বাড়ির ছোট্ট নতুন সদস্যের নাম রেখেছেন রাহা কাপুর। আর এই খবরও গিয়ে পৌঁছেছে বার্সেলোনা ক্লাবের কাছে।

আরও পড়ুন: সামারার থেকে এত্ত ভালোবাসা পেল ‘রালিয়া’র রাহা, বোনের জন্য কী লিখলেন তুতো দিদি

কাপুর দম্পতি একরত্তির নাম প্রকাশের একদিন পরেই পালটা শুভেচ্ছা এল বার্সেলোনার পেজ থেকে। শনিবার ভোরবেলা টুইটে বলিউডে নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানানো হয়েছে টিমের পক্ষ থেকে। এফ সি বার্সেলোনাও জার্সি টাঙানো ঘরে রালিয়া ও তাঁদের কন্যার ছবিটি ভাগ করে নিয়েছেন নেটমাধ্যমের পেজে। ক্যাপশনে লেখা, ‘আলিয়া এবং রণবীর তোমাদের অনেক শুভেচ্ছা! নতুন ‘বার্সা ফ্যান’ (বার্সেলোনা ভক্ত) জন্ম নিয়েছে। তোমাদের একসঙ্গে বার্সেলোনায় দেখতে চাই।’

প্রসঙ্গ, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেছেন আলিয়া। ছবিতে দেখা গিয়েছে, রণবীরের কোলে রয়েছে একরত্তি। পাশেই দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন আলিয়া। এই ছবি পোস্ট করেই মেয়ের নাম ঘোষণা করেছেন দম্পতি। আলিয়া এবং রণবীর এখনও তাঁদের মেয়ের মুখের ছবি নেটমাধ্য়মে দেখাননি।

ঠাকুরদা ঋষি কাপুরের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন ‘রালিয়া’। নাতনির জন্য ‘রাহা’ নামটি বেছেছেন নীতু কাপুর। ইনস্টাগ্রামে একরত্তি মেয়ের সঙ্গে প্রথম ফ্যামিলি ছবি শেয়ার করেন রণবীর-আলিয়া। ছবিতে দেখা গিয়েছে, একরত্তিকে আগলে পাপা রণবীর, রাহার দিকে তাকিয়ে রয়েছেন আলিয়া।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রাহা নামের অর্থও জানিয়েছেন আলিয়া। লিখেছেন, ‘রাহা নামটি বেছেছেন তাঁর অভিজ্ঞ এবং মিষ্টি দাদি (ঠাকুমা)। রাহার আক্ষরিক অর্থ হল ‘স্বর্গীয় পথ’। তবে সহিলি (Swahili) ভাষায় এই নামের অর্থ আনন্দ, সংস্কৃতে এর অর্থ বংশ আর বাংলায় রাহা নামের অর্থ বিশ্রাম, আরাম, ত্রাণ। আরবি ভাষায় এর অর্থ শান্তি, অথবা আনন্দ, মুক্তি এবং সুখ…।'

বন্ধ করুন