১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের চার হাত এক হবে। তবে এর বহু আগে থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান, আম্বানি পরিবারের পক্ষ থেকে হবু এই দম্পতির জন্য দু'বার প্রাক-বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁর মধ্যে একটি হয়েছিল গুজরাটের জামনগরে, আর একটি হয়েছিল ইউরোপে। তারপর আবার মুম্বইতেও শুরু হয় বিবাহ-পূর্ব নানা অনুষ্ঠান, যেমন মামেরু, সঙ্গীত, গায়ে হলুদ এবং বুধবার অর্থাৎ ১০ জুলাই ছিল আম্বানিরা শিব এবং শক্তি পূজার আয়োজন করেছিলেন, তারপর হয়েছিল মেহেন্দির অনুষ্ঠান।
তবে এসবের পাশাপাশি চলছে জনহিতকর কার্যকলাপও। ইতিমধ্যেই ৫০ জন দম্পতির জন্য একটি গণবিবাহের আয়োজন করা হয়েছিল আম্বানি পরিবারের পক্ষ থেকে, যেখানে অনন্ত আম্বানির মা নীতা আম্বানি কনেদের সোনার গয়না-সহ ১ লক্ষ নগদ টাকা দান করেছিলেন। বর্তমানে একটি ভাইরাল ভিডিয়ো অনুসারে জানা গিয়েছে অনন্ত আম্বানি মুম্বইতে ৪০ দিনের জন্য একটি ভান্ডারার আয়োজন করেছেন, যেখানে প্রায় ৯০০০ মানুষকে প্রতিদিন খাবার দেওয়া হবে।
আরও পড়ুন: অনন্ত-রাধিকা মেহেন্দিতে দিদার গয়নায় সাজলেন শ্লোকা! শাড়িতেও ছিল বিরাট চমক, জানেন এর দাম কত?
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো অনুসারে, ভান্ডারার শেষ তারিখ ১৫ জুলাই, অর্থাৎ এই ভান্ডারা শুরু হয়েছিল ৫ জুন। ভিডিয়োয় এই ভান্ডারার কী ধরণের খাবার পরিবেশন করা হয় তাও জানা গিয়েছে। গণভোজের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, এই ভোজটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং গত কয়েকদিন ধরে প্রতিদিন দুবার করে এখান থেকে খাবার বিতরণ করা হবে, যেখানে প্রায় ৩-৪ হাজার মানুষ এক সময় খেতে পারেন। সুপারভাইজার আরও জানান যে, এখানে আসা সমস্ত লোকেরা অনন্ত আম্বানিকে তার বিয়ের জন্য আশীর্বাদ এবং অভিনন্দন জানাচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে, বেশ কয়েকজন মানুষ অনন্ত আম্বানির আয়োজিত এই গণভোজের বিষয়ে মন্তব্য করেছেন। তাঁর ভাল কাজের জন্য তাঁর প্রশংসাও করেছেন।
আরও পড়ুন: ‘এটাই আমার আজকের…’, মুসলিম বিয়ে নিয়ে কটাক্ষ, যা বলে সোনাক্ষীকে খুশি করলেন শাহরুখ
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, এই ভান্ডারায় ভেজ পোলাও, ধোকলা, পুরী, গাট্টে কি সবজি, পনির সবজি এবং রাইতা ইত্যাদি খাবার পরিবেশন করা হচ্ছে।
প্রসঙ্গত, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট দীর্ঘদিন ধরে প্রেম করার পর, ২০২৩ সালে বাগদান সারেন। এই দম্পতি ২০২৪ সালের মার্চ মাসে জামনগরে তাঁদের প্রথম প্রাক-বিবাহের প্রথম অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন এবং তারপরে ইতালিতে আরেকটি তাক লাগানো প্রি-ওয়েডিং হয়েছিল। দম্পতি ১২ জুলাই, ২০২৪ এ গাঁটছড়া বাঁধতে চলেছেন, তারপরে একটি আশীর্বাদ অনুষ্ঠান হবে আর তারপরই হবে বধূ-বরণ।